জার্মানিতে উগ্রবাদীদের উত্থান : প্রশিক্ষণ নিচ্ছে রাশিয়ায়

জার্মানির উগ্রবাদীরা রাশিয়াতে প্রশিক্ষণ নিচ্ছে বলে জার্মান ম্যাগাজিন ফোকাস এর বিশেষ প্রতিবেদন এ জানানো হয়েছে।

জার্মান ম্যাগাজিন ফোকাস-এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির ডান-উগ্রপন্থীরা রাশিয়ার সেন্ট-পিটার্সবার্গের কাছে এক গোপন আস্থানায় আধা-সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন।

অংশগ্রহণকারীদের মধ্যে জার্মান চরম-ডানপন্থী দল “ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টির”(এন ডি পি) দলের কিছু যুবক সদস্য ইতিমধ্যে প্রশিক্ষণ শেষ করেছে বলে ফোকাস কে জানিয়েছেন জার্মানির গোয়েন্দারা৷

গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে  জানা গিয়েছে যে , প্রশিক্ষকদের  অস্ত্র চালানোসহ  ও বোমার ব্যবহার শেখানো হয়েছে৷ এছাড়াও সম্মুখ যুদ্ধ সম্পর্কেও তাদের ভারী প্রশিক্ষণ দেয়া হয়েছে৷

এমনিতে রাশিয়াতে  আধা সামরিক প্রশিক্ষণে অংশ নেওয়া বৈধ। রাশিয়ার চরম ডানপন্থি “রাশিয়ান ইম্পেরিয়াল মুভমেন্ট” (রিম) যারা দেশটির  (সেনাবাহিনী, বিমান, এবং নৌবাহিনীর সহযোগিতা নিয়ে প্রশিক্ষণ শিবিরটি পরিচালনা করছে।  বলা হয় এই  সংগঠনটি সাবেক সোভিয়েত ইউনিয়নের আমলে প্রতিষ্ঠিত। তাদের  সেন্ট-পিটার্সবার্গের কাছে  দুটি প্রশিক্ষণ শিবির আছে৷ প্রশিক্ষণার্থীদের মধ্যে সুইডেন ও ফিনল্যান্ডের নাগরিকেরাও আছেন বলে জানা গেছে৷

প্রশিক্ষণ কেন্দ্র এবং ক্লাব আয়োজকদের রাশিয়ার খ্রিস্টান গোঁড়া উগ্রবাদীদের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ক্লাবের চেয়ারম্যান এবং প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা “ডেনিস গেরিয়েভ”, যিনি রাশিয়ান ইম্পেরিয়াল মুভমেন্ট বা রিম-এর  অন্যতম প্রধান ব্যক্তিত্ব, যিনি মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের  একজন তালিকাভুক্ত সন্ত্রাসী।

গত ৭ এপ্রিল ওয়াশিংটন এক সংবাদ বিবৃতিতে  রাশিয়ান ইম্পেরিয়াল মুভমেন্ট  (রিম) কে বৈশ্বিক সন্ত্রাসী  গোষ্ঠীর তালিকায় অন্তর্ভুক্ত করেছে৷ গোষ্ঠীটি যুক্তরাষ্ট্রের হোয়াইট সুপ্রেমেসিস্ট ও ইউরোপের নব্য-নাৎসিদের আধা-সামরিক প্রশিক্ষণ দিয়েছে,’’ বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র৷

জার্মানির চরম ডানপন্থিদের রাশিয়ায় ট্রেনিং নেয়ার বিষয়টি মের্কেল সরকারের  জানা থাকলেও আইনগত কারণে তাদের রাশিয়া যাওয়া বন্ধ করা সম্ভব নয় বলে ফোকাসকে জানিয়েছেন, জার্মান গোয়েন্দারা৷

জার্মানির গোয়েন্দাদের ধারনা, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের  সরকার এ-ধরনের শিবিরের অস্তিত্ব সম্পর্কে  অবগত আছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *