জার্মানির রাজ্যগুলোতে বাড়ছে সন্ত্রাস বিরোধী সতর্কতা

পুলিশ সতর্কতা

জার্মান পুলিশ

গত কয়েক দিন যাবত সন্ত্রাসী হামলা মোকাবেলায় জার্মানির বিভিন্ন রাজ্যর প্রধান ট্রেন (Hauptbahnhof)  এবং বাস স্টেশনগুলোতে আগের থেকে সতর্কতা এবং তল্লাশি জোরদার করা হয়েছে। ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়নের জুরুরি বৈঠকের পর জার্মানি তাঁর সীমান্তেও বেশ কড়াকড়ি আরোপ করেছে।

গতমাসে ফ্রান্স এর গির্জায় হামলা এবং ভিয়েনার হত্যাকাণ্ডের পর থেকে জার্মানি এই সতর্ক অবস্থানে  রয়েছে।

এরই ধারাবাহিকতায়  শুক্রবার, ক্যাসেল , পিনেবের্গ , ওসনাবুর্গ এবং হামবুর্গ এই রাজ্যগুলোর কিছু এলাকায় তল্লাশি চালানো হয়।

জার্মান পুলিশের সন্ত্রাসনির্মূল  বাহিনী (GSG9) -এর এক সদ্যসর সাথে কথা বলে জানা যায়,  তাঁরা গোয়েন্দা তথ্যের  ভিত্তিতে ইসলামী স্টেটের সদস্য থাকতে পারে এই সন্দেহে এবং ভিয়েনা হামলার সাথে জড়িত থাকতে পারে এমন সংবাদের ভিত্তিতে কিছু বাড়িতে তল্লাশি চালিয়েছে।

এমনকি হামবুর্গ , ব্রেমেন এর প্রধান  স্টেশনগুলোত  দেখা যায় সন্ত্রাসনির্মূল  বাহিনীর সদস্যগন সন্দেহভাজন বাক্তিদের আইডি কার্ড , পাসপোর্ট  তল্লাশি  করছে।

জার্মানিতে বসবাসরত  ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলে জানা যায়, করোনাকালীন সময় তারা এমনিতে  বেশ আতঙ্কে  দিন পার করছে তার উপর এই ধরণের তল্লাশি সত্যি দুশ্চিন্তার কারণ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *