জুন পর্যন্ত লকডাউনে যুক্তরাজ্য

করোনা পরিস্থিতি মোকাবিলায় জুন পর্যন্ত যুক্তরাজ্যে লকডাউন কার্যকর থাকবে।

শুক্রবার (৮ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, লকডাউন চলাকালীন আপাতত রোডম্যাপের মাধ্যমে কিছু স্থান সীমিত আকারে খুলে দেওয়া যেতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।

বরিস জনসন রোববার সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। সোমবার থেকে সীমিত পরিসরে লকডাউনের বিধিনিষেধ শিথিল করা হতে পারে। তবে এ সময়ে লকডাউন কঠোরভাবে মেনে চলতে হবে। অর্থাৎ যেসব ক্ষেত্রগুলো শিথিল করা হবে সেগুলো ছাড়া বাকি সব ক্ষেত্রে বিধিনিষেধ মেনে চলতে হবে।

গির্জা, মসজিদ এবং অন্যান্য উপাসনালয়গুলো সম্ভবত খোলার সিদ্ধান্ত নেওয়া হবে— তবে কেবলমাত্র ব্যক্তিগত প্রার্থনার জন্য। দলীয় কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না।

২৪ মার্চ থেকে যুক্তরাজ্যকে লকডাউন করা হয়। একইসঙ্গে সরকার ঘোষিত লকডাউন না মানলে গ্রেফতার ও ৯৬০ পাউন্ড পর্যন্ত জরিমানা করার ক্ষমতা দেওয়া হয় পুলিশকে। লকডাউনের বিধি অনুযায়ী, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনা, ওষুধ এবং অসুস্থ মানুষের জন্য ঘর থেকে বের হতে পারবেন, দুইজনের বেশি জনসমাগম করা যাবে না। লকডাউন চলাকালে অপ্রয়োজনীয় দোকানপাট ও সেবা পুরোপুরি বন্ধ থাকবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *