ঝিনাইদহ পৌরসভার নির্বাচন স্থগিত করল নির্বাচন কমিশন


ঝিনাইদহ পৌরসভার সাধারণ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।রবিবার ১২ জুন জুন ২০২২ নির্বাচন কমিশনের উপসচিব নির্বাচন পরিচালনা-২ অধিশাখা মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত স্মারক নম্বর ১৭.০০.০০০০.০৩৪.৩৮.০০৩.২২-২১৬ এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, মাননীয় আপিল বিভাগ সিপি নম্বর-১৬৫০/২০২২ এবং ১৬৫২/২০২২ অদ্য অর্থাৎ ১২ জুন ২০২২ তারিখে ডিসমিস করেছেন এবং মাননীয় হাইকোর্ট বিভাগ রিট পিটিশন নম্বর-৬৭৯৬/২০২২ এর বিগত ৮ জুন ২০২২ তারিখের আদেশে নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত ২ জুন ২০২২ তারিখে জারিকৃত সূত্রোল্লিখিত-১(নির্বাচন কমিশন সচিবালয়ের প্রজ্ঞাপন নম্বর-১৭.০০.০০০.০৩৪.৩৮.০০৩.২২-১৯৬) এ উল্লিখিত প্রজ্ঞাপন কে আদেশ প্রদানের তারিখ অর্থাৎ ৮ জুন ২০২২ তারিখ হতে পরবর্তী (০১) এক মাসের জন্য স্থগিত করেছেন। মাননীয় হাইকোর্টের আদেশ প্রতিপালনার্থে পরবর্তী আইনগত জটিলতা পরিহারের লক্ষ্যে ঝিনাইদহ পৌরসভার আগামী ১৫ জুন ২০২২ তারিখে অনুষ্ঠিত সাধারণ নির্বাচন স্থগিত রাখার বিষয়ে মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।

এ বিষয়ে জানতে চাওয়া হলে রিটার্নিং অফিসার ঝিনাইদহ পৌরসভা নির্বাচন ও জেলা নির্বাচন কর্মকর্তা মাগুরা মোঃ অলিউল ইসলাম বলেন, আইনগত জটিলতার কারণে নির্বাচন কমিশন ঝিনাইদহ পৌরসভার নির্বাচন স্থগিত করেছেন । বিষয়টি আমাকে নির্বাচন কমিশন একটি পত্রের মাধ্যমে অবগত করেছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *