ঝিনাইদহ সদরে চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে নৌকার মাঝি হলেন যারা

ঝিনাইদহ

ঝিনাইদহ

 

চলছে ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১। ইউনিয়ন পরিষদ নির্বাচনে চতূর্থ ধাপে তফসীল ঘোষণা হয় ১০ নভেম্বর ২০২১। ঝিনাইদহ সদর উপজেলার ১৭ টি ইউনিয়নের মধ্যে ১৫ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে এ ধাপে।

বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডের সভার সিদ্ধান্ত মোতাবেক ঝিনাইদহ সদর উপজেলার ১৫ টি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষ থেকে চেয়ারম্যান পদপ্রত্যাশীদের মধ্য থেকে যাচাই বাছাই সাপেক্ষে দলীয় মনোনয়ন প্রদান করা হয়। মনোনয়ন প্রাপ্তরা হলেন,  সাধুহাটি ইউনিয়নের মোঃ শফিউদ্দিন আহম্মদ, মধুহাটী ইউনিয়নের মোঃ আলমগীর আজাদ, সাগান্না ইউনিয়নের মোজাম্মেল হোসেন শেখ, হলিধানী ইউনিয়নের মোঃ আবুল হাশেম, কুমড়াবাড়ীয়া ইউনিয়নের মোঃ আশরাফুল ইসলাম, গান্না ইউনিয়নের আতিকুল হাসান মাসুম, মহারাজপুর ইউনিয়নের আরিফ আহমেদ, পোড়াহাটী ইউনিয়নের মোঃ শহিদুল ইসলাম হিরন, হরিশংকরপুর ইউনিয়নের আব্দুল্লাহ আল মাসুম, পদ্মাকর ইউনিয়নের সৈয়দ নিজামুল গনি, দোগাছি ইউনিয়নের মোঃ ইসহাক আলী জোয়ার্দ্দার, ফুরসন্দি ইউনিয়নের মোঃ শহিদুল ইসলাম শিকদার, ঘোড়শাল ইউনিয়নের মোঃ পারভেজ মাসুদ, কালীচরণপুর ইউনিয়নের কৃষ্ণপদ দত্ত, নলডাঙ্গা ইউনিয়নের মোঃ রেজাউল করিম।

বাংলাদেশ আওয়ামীলীগ ঝিনাইদহ জেলা শাখার উপ-দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর হুসাইন মর্নিং নিউজ বিডি ডটকমকে চতুর্থ ধাপের এ নির্বাচনে মনোনয়ন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাইদুল করিম মিন্টু মহোদয়ের নেতৃত্বে দলীয় প্রতীক নৌকার পক্ষে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

চতুর্থ ধাপের নির্বাচনী তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৫ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২৯ নভেম্বর ২০২১ সোমবার, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ০৬ ডিসেম্বর ২০২১ সোমবার, ভোটগ্রহণের তারিখ ২৩ ডিসেম্বর ২০২১ বৃহস্পতিবার।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *