টাঙ্গাইলে কাফনের কাপড় পরে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে কর্মচারীদের কর্মবিরতি পালন অব্যাহত

টাঙ্গাইলে

টাঙ্গাইলে

টাঙ্গাইলে কাফনের সাদা কাপড় পড়ে জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারীরা ৩ দিন ধরে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করে আসছে।

তারই ধারাবাহিকতায় বুধবার (১৮ নবেম্বর) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মবিরতি ও অবস্থান সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোঃ মজিবর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আঃ মোতালিব সিদ্দিকী ও সহ সাংগঠনিক সম্পাদক কবির হোসনে।

টাঙ্গাইলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) এ কর্মসূচির আয়োজন করে। তারা জানান, প্রতিদিন ৯ টা হতে বিকেল ৫ টা পর্যšন্ত এ কর্মবিরতি চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।

কর্মবিরতি অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকার পদবী পরিবর্তন সংক্রান্ত সার সংক্ষেপ অনুমোদন দিলেও তা এখনও বাস্তবায়ন হয়নি। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির দাবীর প্রেক্ষিতে জন প্রশাসন মন্ত্রণালয় কর্তৃক গঠিত স্থায়ী কমিটি সুপারিশ করার পর সেটিও বাস্তবায়ন হয়নি। তাই দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি বাস্তবায়নের দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির জেলা শাখার উপদেষ্টা মোঃ জয়নাল আবেদীন খান, যুগ্ম সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, রাজিবুল হাসান, অর্থ সম্পাদক বাবলু মিয়া, ক্রীড়া সম্পাদক ইব্রাহীম, সহ-প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মহিলা সম্পাদক ফেরদৌসী রহমান, সদস্য মোস্তাফিজুর রহমান, জামাল উদ্দিন’সহ অন্যান্য সদস্যগণ।

বক্তারা আরও বলেন, আগামী ২২ হতে ২৬ নভেম্বর ২৩ হতে ৩০ নভেম্বর তাদের দাবি বাস্তবায়নের জন্য পূর্ণ দিবস কর্ম বিরতি পালন করবে। আগামী ৫ ডিসেম্বর আন্দোলনকারীরা ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করে পরবর্তী কর্মসূচি ঘোষনা করবে।

উল্লেখ্য, পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে এই কর্মবিরতি অব্যাহত রেখেছে তারা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *