টাঙ্গাইলে তিনটি ক্লিনিকের কার্যক্রম বন্ধ করে দিয়েছে সিভিল সার্জন

টাঙ্গাইল শহরের রেজিস্টেশনবিহীন তিনটি ক্লিনিকের কার্যক্রম বন্ধ করে দিয়েছে সিভিল সার্জন। বৃহস্পতিবার বিকেলে শহরের বিভিন্ন এলাকায় ক্লিনিক মালিক সমিতির নেতাকর্মীদের নিয়ে এ কার্যক্রম করা হয়।

এসময় উপস্তিত ছিলেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ওয়াহীদুজ্জামান। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা ক্লিনিক মালিক সমিতির সভাপতি এম শিবলী সাদিক ও সাধারণ সম্পাদক বজলুর রহিম রিপনসহ অনান্য কর্মকর্তাবৃন্দ।

সিভিল সার্জন জানায়, টাঙ্গাইলের কয়েকটি ক্লিনিক রেজিস্টেশন বিহীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে। এমন তথ্যের ভিত্তিতে আমরা বিভিন্ন ক্লিনিকের কার্যক্রম পরিদর্শন করি। এসময় টাঙ্গাইল আই সেন্টার, এসএসএস চক্ষু হাসপাতাল এবং একতা ক্লিনিক এন্ড হাসপাতালের কোন রেজিস্টেশন না থাকার কারনে সেগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। সেই সাথে তাদের নির্দেশ দেওয়া হয় তারা যেন তাদের কাগজপত্র ঠিক করে পরবর্তী ক্লিনিকের কার্যক্রম পরিচালনা করেন। তা না হলে ওই সকল ক্লিনিক মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আর আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *