ট্রেনে চড়ে ঢাকায় আসলো কোরবানির গরু

ছবি: সংগৃহিত

বুধবার (২৯ জুলাই) সকালে জামালপুরের ইসলামপুর থেকে গরুবাহী ট্রেনটি কমলাপুর রেল স্টেশনে পৌঁছায় বলে পূর্ব রেলের চিফ কমার্শিয়াল ম্যানেজার মোহাম্মদ নাজমুল ইসলাম জানান।

তিনি বলেন, ২৫টি ওয়াগনে মোট ২৭০টি গরু এসেছে। গরু প্রতি মাত্র ৫০০ টাকা ভাড়া নেওয়া হয়েছে।

এর আগে জুলাইয়ের প্রথম দিকে, দেশের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চল থেকে ঢাকা ও চট্টগ্রামে ট্রেনে করে কোরবানির  পশু পরিবহনের উদ্যোগ নেওয়া হলেও ব্যবসায়ীদের আগ্রহ না থাকায় ট্রেন পরিচালনা করতে পারছিল না রেলওয়ে।

আরও পড়ুন: পল্লবী থানায় ওয়েট মেশিন থেকে বিস্ফোরণ, ঘটনার তদন্ত হবে : পুলিশ

রেলওয়ে পশ্চিমাঞ্চলের চিফ কমার্শিয়াল ম্যানেজার মোহাম্মদ আহসান উল্লাহ ভুঁঞা বলেন, “বুকিং না থাকায় এ অঞ্চল থেকে কোনো পশুবাহী ট্রেন চালু করা সম্ভব হয়নি।”

এর আগে ২০০৮ সালে জামালপুরের দেওয়ানগঞ্জ ঘাট থেকে সাতটি কোরবানির পশুবাহী ট্রেন পরিচালনা করেছিল রেলওয়ে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *