তৃতীয় ধাপের নির্বাচনে ঝিনাইদহে বিজয়ী হলেন যারা

তৃতীয়

তৃতীয়

আজ সারাদেশে সহস্রাধিক ইউনিয়নে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার ০৫ টি ও কালিগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা দেখা গেলেও নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ হয়েছে বলে দাবি কতৃপক্ষের।

অনুষ্ঠিত নির্বাচনে কালিগঞ্জ উপজেলার ০১ নম্বর সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়ন, ০৭ নম্বর রায়গ্রাম ইউনিয়ন, ০৯ নম্বর বারোবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে কোন বিপক্ষ প্রার্থী না থাকায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থীগন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কোটচাঁদপুর উপজেলার ০৫ টি ইউনিয়ন পরিষদের বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেনঃ এলাঙ্গী ইউনিয়নে মোঃ মিজানুর রহমান(আওয়ামীলীগ মনোনীত), বলুহর ইউনিয়নে মোঃ নজরুল ইসলাম (স্বতন্ত্র), সাফদারপুর ইউনিয়ন মোঃ আব্দুল মান্নান (স্বতন্ত্র), দোড়া ইউনিয়ন মোঃ আব্দুল জলিল বিশ্বাস (স্বতন্ত্র), কুশনা ইউনিয়ন মোঃ শাহারুজ্জামান সবুজ (স্বতন্ত্র)।

কালিগঞ্জ উপজেলার ০৮ টি ইউনিয়ন পরিষদের বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেনঃ ০২ নং জামাল ইউনিয়নে মোদাচ্ছের হোসেন (আওয়ামীলীগ মনোনীত), ০৩ নং কোলা ইউনিয়নে আলাউদ্দিন-আল আজাদ (স্বতন্ত্র), ০৪ নং নিয়ামতপুর ইউনিয়নে রাজু আহমেদ রনি লস্কার (আওয়ামীলীগ মনোনীত), ০৫ নং সিমলা রোকনপুর ইউনিয়নে নাছির উদ্দীন (আওয়ামীলীগ মনোনীত), ০৬ নং ত্রিলোচনপুর ইউনিয়নে নজরুল ইসলাম রিতু (স্বতন্ত্র), ০৮ নং মালিয়াট ইউনিয়নে আজিজুল খাঁ (স্বতন্ত্র), ১০ নং কাষ্টভাঙ্গা ইউনিয়নে আয়ুব হোসেন খান (আওয়ামীলীগ মনোনীত), ১১ নং রাখালগাছী ইউনিয়নে মহিদুল ইসলাম মন্টু (আওয়ামীলীগ মনোনীত)।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *