দিলশাদ হোসেন পদ্ম’র কবিতা : ঐশ্বর্য বনাম নীল চুড়ি

পুরো দিনটি হতে পারতো

এক ঝলমলে কবিতা!

অথচ দিনশেষে পড়ে রয়েছে

একটি ভাঙা চুড়ি।

চুড়ির ভাঙা প্রান্ত গেঁথে রয়েছে সব আনন্দের শিয়রে

হে না-দেখা প্রেমিক! সমস্ত পৃথিবীর সব ঐশ্বর্যকে-

হারিয়ে ফেলা চুড়ির বিপরীতে দাঁড় করাও।

আমি তবু বলেই যাবো-

“নীল চুড়ি এগারোটি। কখনো বারোটি হবে না।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *