দুবাই, আবুধাবি রুটে বাংলাদেশে বিমানের বানিজ্যিক ফ্লাইট চালু

ছবি: সংগৃহিত

করোনাভাইরাস মহামারিজনিত কারণে তিন মাসেরও বেশি সময় স্থগিত থাকার পর আগামী সোমবার ও মঙ্গলবার (১৩ ও ১৪ জুলাই) থেকে দুবাই এবং আবুধাবি রুটে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামী ১৩ জুলাই থেকে ঢাকা-দুবাই-ঢাকা রুটে সপ্তাহের সোম, বৃহস্পতি ও শনিবার এবং ঢাকা-আবুধাবি-ঢাকা রুটে ১৪ জুলাই থেকে সপ্তাহের মঙ্গল, বুধ ও শুক্রবার নিয়মিত ফ্লাইট চলবে।’

বিস্তারিত তথ্যের জন্য আগ্রহী ভ্রমণকারীদের বিমানের কল সেন্টারের ০১৭৭৭৭১৫৬১৩-১৬ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়েছে।

তবে ভ্রমণ ভিসাধারীদের কোভিড-১৯ পরীক্ষার প্রতিবেদন বহন করা আবশ্যক বলে উল্লেখ করা হয়েছে বিমানের সংবাদ বিজ্ঞিপ্তিতে।

আরও পড়ুন: দেশে একদিনে করোনায় আক্রান্ত ২৯৪৯, মৃত্যু ৩৭

এর আগে, গত ২১ জুন ঢাকা-লন্ডন-ঢাকা রুটে বিমান চলাচল পুনরায় চালু হয়।

প্রায় দুই মাস স্থগিত থাকার পর গত ১৬ জুন বাংলাদেশ থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *