দেশে করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক (ফাইল ছবি)

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমরা ইদানিং কিছুটা বেখেয়ালি হয়ে গেছি। মাস্ক পরা, সামাজিক দূরত্ব মানার মতো স্বাস্থ্যবিধিসহ নিয়ম-কানুন মানছে না মানুষ। যে কারণে করোনাভাইরাসের সংক্রমণ আবারও বেড়েছে।

রবিবার ( ২২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, ‘স্বাস্থ্যসেবায় বাংলাদেশ অনেক দেশের তুলনায় এগিয়ে আছে।ভালো আছে। করোনাকালে ওষুধের কোনও অভাব হয়নি। আমেরিকাতে ওষুধের রেশনিং করতে হয়েছে। কিন্তু বাংলাদেশে ওষুধের অভাব হয়নি।’

তিনি বলেন, ‘সরকার যথাযথ পদক্ষেপ নিয়েছে বলেই এখনও পর্যন্ত সংক্রমণ নিয়ন্ত্রণে আছে। মৃত্যুও আমাদের দেশে কম। যথাপথ পদক্ষেপ নেওয়া হয়েছে বলেই মৃত্যুর হার কম আর সুস্থতার হার বেশি। সংক্রমণের হারও মোটামুটি নিয়ন্ত্রণে আছে।’

আরও পড়ুন: করোনায় আরও ৩৮ জনের মৃত্যু

মন্ত্রী বলেন, কিন্তু ইদানিং আমরা দেখছি— সংক্রমণের হার বাড়ছে, মৃত্যুর হারও একটু বাড়ছে। অর্থাৎ, আমরা একটু বেখেয়ালি হয়ে গেছি। আমরা মাস্ক সেভাবে পরছি না এবং সামাজিক দূরত্ব বজায় রাখছি না। কিন্তু আমাদের মাস্ক পরতে হবে। সরকার ‘নো মাস্ক,নো সার্ভিস’ চালু করেছে। সবাই মিলে যদি এটা মানা হয়, তাহলে করোনা নিয়ন্ত্রণে থাকবে।’

আরও পড়ুন: কানাডায় লকডাউন ঘোষণা

একইসঙ্গে তিনি বলেন, ‘আমরা ভ্যাকসিনের ব্যবস্থা করেছি। যখনই ভ্যাকসিন বাজারে আসবে, বাংলাদেশ প্রথম পর্যায়েই ভ্যাকসিন আনবে। সে ব্যবস্থা আমরা করেছি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *