দ্বিতীয় ম্যাচে জয় পেলেও চিন্তিত মাহমুদউল্লাহ!

চলতি টুর্নামেন্ট আসরে (বিসিবি প্রেসিডেন্টস কাপ) নিজেদের প্রথম জয়ের দেখা পেলেন গতকাল তামিম একাদশের বিপক্ষে মাহমুদউল্লাহ একাদশ দল। কিন্তু; জয় পেলেও নিজের দলের পারফরম্যান্স নিয়ে হতাশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

টুর্নামেন্ট শুরুর দিনে নাজমুল শান্ত একাদশের বিপক্ষে ১৯৬ রানে অলআউট হয়েছিল মাহমুদউল্লাহ একাদশ। ম্যাচ শেষে পরাজয়ের গ্লানি নিয়ে মাঠ ছাড়তে হয় মাহমুদউল্লাহ নেতৃত্বধীন দল মাহমুদউল্লাহ একাদশ। ফলাফল দুই ম্যাচে, এক জয় হলেও পারফরম্যান্সে খুব বেশি পার্থক্য ছিল না। লক্ষ্য করলে দেখা যায় বোলিং থেকে ব্যাটিং অবস্থা আরও শোচনীয় দৃশ্য।

মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘প্রথম ম্যাচেও ব্যাটিংয়ে আমাদের ঘাটতি ছিল। বোলিং ডিপার্টমেন্টে ভালো করেছিলাম। দিনশেষে ফলাফলটা আমাদের পক্ষে ছিল না। আজকে বোলিং-ফিল্ডিং দুই দিক ভালো ছিল। তবে ব্যাটিং নিয়ে এখনো আমাদের কিছু কাজ করতে হবে, দেখতে হবে কোথায় কোথায় উন্নতি প্রয়োজন। শুরুতেই আমরা উইকেট হারাচ্ছি। প্রথম ম্যাচেও তাই হয়েছে। আশা করি পরের ম্যাচে ওপেনাররা ভালো শুরু এনে দিতে পারবেন।’

জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টিতে নেতৃত্বে দেওয়া রিয়াদ আরো জানান, ‘আমার কাছে মনে হয় না পিচের কারণে এমন হয়েছে। পিচ ভালো ছিল। শুরুতে নতুন বলে হয়ত সুইং করছিল, একটু আর্দ্রতা ছিল। কিছু সময় বৃষ্টিও হয়েছে। এ কারণে বোলাররা হয়ত একটু সুবিধা পেয়েছে। তবে এটা কোনো অজুহাত হতে পারে না।

তিনি মনে করেন আমাদের আরও ভালো করতে হবে। আমি বিশ্বাস করি আমাদের দলের ব্যাটসম্যানরা আরও সামর্থ্যবান। সামর্থ্যের সবটুকু দিতে পারলে ম্যাচের ফলাফল আমাদের পক্ষেই থাকবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *