দ. কোরিয়ার কর্মকর্তাকে নিষ্ঠুরভাবে হত্যা করলো উ. কোরিয়া

দক্ষিণ কোরিয়ার মৎস্য বিভাগে কর্মরত একজন কর্মকর্তাকে গুলি করে হত্যার পর তার মরদেহ পুড়িয়ে ফেলা হয়েছে। সিউলের পক্ষ থেকে বলা হয়েছে, উত্তর কোরিয়ার সীমান্ত থেকে দশ কিলোমিটার দূরে একটি টহল নৌকা থেকে সোমবার ওই কর্মকর্তা নিখোঁজ হয়ে যান। পরে উত্তর কোরিয়ার জলসীমায় ওই কর্মকর্তার মরদেহ পাওয়া যায়। গুলি করার পর ওই কর্মকর্তার গায়ে তেল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এদিকে উত্তর কোরিয়ার পক্ষ থেকে এ নিয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ঘটনাকে ‘নিষ্ঠুর কর্মকাণ্ড’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছে। সম্প্রতি করোনাভাইরাস মহামারীর কারণে সীমান্তে কঠোর বিধি-নিষেধ জারি করেছে উত্তর কোরিয়া এবং ধারণা করা হচ্ছে, করোনা প্রতিরোধে সীমান্তে গুলি করে হত্যার নির্দেশ দিয়েছে উত্তর কোরিয়া প্রশাসন। এর আগেও উত্তর কোরিয়ার সেনারা ২০০৮ সালে এমন হত্যাকাণ্ড ঘটিয়েছে। দক্ষিণ কোরিয়ার এক বেসামরিক পর্যটককে গুলি করে হত্যা করেছিল উত্তর কোরিয়ার এক সেনা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *