ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনায় যুবকের ১১বছর কারাদণ্ড

রংপুরের পীরগঞ্জে ফেসবুকের পোস্টে ধর্মীয় অবমাননাকর কমেন্ট করার অভিযোগে দায়ের করা মামলায় পরিতোষ সরকার(২১) নামে এক যুবকের বিভিন্ন মেয়াদে ১১বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে রংপুরের সাইবার ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ এ রায় দেন। রায় ঘোষণার সময় অভিযুক্ত পরিতোষ সরকার আদালতে উপস্থিত ছিলেন। ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি রুহুল আমিন তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি পরিতোষ সরকারকে চারটি ধারায় ১বছর, ২বছর, ৩বছর ও ৫বছরের কারাদন্ড দিয়েছেন বিচারক। তবে সকল সাজা একত্রে চলায় তাকে সর্বোচ্চ পাঁচ বছর কারাভোগ করতে হবে।আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শামীম আল মামুন বলেন, এ রায়ে ন্যায়বিচার প্রতিফলন ঘটেনি। আমরা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবো। ফেসবুকে ধর্মীয় অবমাননাকর মন্তব্য করার জেরে ২০২১সালের ১৭অক্টোবর রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড় করিমপুর কসবা হিন্দু জেলে পল্লীতে হামলা-অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। আগুনে ৩৯টি পরিবারে বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। ভাঙচুর ও লুটপাট হয় বিভিন্ন বাড়িতে। এ ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের হয়। এরমধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনে পরিতোষ সরকারকে আসামি করে একটি মামলা দায়ের করেন পীরগঞ্জ থানার এসআই ইসমাইল হোসেন।

 

মর্নিংনিউজ/আই/শাশি

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *