নতুন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম আমিন উদ্দিনকে দেশের নতুন অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়েছে।

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল পদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এ এম আমিন উদ্দিনকে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। তিনি দীর্ঘকাল চাকরিরত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুর পরে নির্মিত শূন্যতা পূরণ করবেন।

৮ অক্টোবর আইন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

২৭শে সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মারা যাওয়ার পর অ্যাটর্নি জেনারেল পদটি শূন্য হয়ে পড়ে।

রাজ্যের ১৪ তম শীর্ষ আইন কর্মকর্তা হিসাবে নিয়োগপ্রাপ্ত হলেন এ এম আমিন উদ্দিন।

তিনি বলেন, আমি দেশের মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করব।

আমিন উদ্দিন ২০১৯-২০২০ মেয়াদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ছিলেন। এবার পুনর্নির্বাচিত হয়ে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। তার আগে তিনি সমিতির সম্পাদকও নির্বাচিত হয়েছিলেন

আমিন উদ্দিনের নেতৃত্বে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এখন তিনজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল রয়েছেন। তারা হলেন মুরাদ রেজা, এম এম মুনীর ও মো. মোমতাজ উদ্দিন ফকির।

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে মোট আইন কর্মকর্তার সংখ্যা এখন ২২৬ জন। এর মধ্যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রয়েছেন ৬৭ জন। আর সহকারী অ্যাটর্নি জেনারেল রয়েছেন ১৫৫ জন।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *