নাটোরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবর্ষণ, ভাঙচুর

ছবি: মর্নিং নিউজ বিডি

নাটোরের গুরুদাসপুরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন গ্রুপ ও স্থানীয় নেতা বজলুর রশীদ গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় মতিন গ্রুপের সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ ও বাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় ধারাবারিষা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৬ মে) দুপুরে উপজেলার ধারাবারিষা ইউনিয়েনের ঝাউপাড়া বিন্দাগ্রামে এই ঘটনা ঘটে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।

নাটোরের গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাহারুল ইসলাম ও স্থানীয়রা জানান, করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকে ত্রাণ বিতরণ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন ও স্থানীয় আওয়ামী লীগ কর্মী বজলুর রশীদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার দুপুরে চেয়ারম্যান গ্রুপ ও বজলুর রশীদ গ্রুপের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে চেয়ারম্যান গ্রুপের সমর্থকরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে মতিন গ্রুপের সমর্থকরা বজলুর রশীদের বাড়ি হামলা করে ভাঙচুর করে ।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং এলাকায় পুলিশ মোতায়েন করে। এ ঘটনায় ধারাবারিষা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধারের বিষয়টি অস্বীকার করে পুলিশ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *