নাটোরে সকল রেকর্ড ভেঙ্গে ৩৮ জন করোনা রোগী শনাক্ত

নাটোর সদরে সর্বোচ্চ ২০ জনসহ জেলায় রেকর্ড সংখ্যক ৩৮জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। জেলায় মোট শনাক্ত হলো ৩৮৯ জন।

সোমবার (২০ জুলাই) সন্ধ্যার পরে প্রাপ্ত ফলাফলের এই তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান।

তিনি জানান, নাটোর সদরের ২০ জন ছাড়াও গুরুদাসপুর ৯, বাগাতিপাড়া ২, বড়াইগ্রাম ৫, নলডাঙ্গা ১, সিংড়ায় ১ জন। ইতিমধ্যে সুস্থ হয়েছেন ১২৩। বর্তমানে হোম আইসোলেশন এ আছেন ২২৭জন। এ পর্যন্ত ৪৮৫৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৩৭৪১ জনের নেগেটিভ এসেছে। পেন্ডিং আছে ৫৮০ জন এবং ইনভ্যালিড হয়েছে ১৬১ জনের নমুনা।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ৩১ জন করোনা আক্রান্ত

সিভিল সার্জন ডাক্তার কাজী মিজানুর রহমান জানান নাটোরে, পিসিআর ল্যাব না থাকায় অপেক্ষমান এর তালিকা দীর্ঘ হচ্ছে। এতে করে সংক্রমণ ছড়িয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। অপেক্ষমান এর মধ্যে অনেকেই হয়তো করোনা পজিটিভ আছেন। তারা বাইরে সাধারণের সাথে মেলামেশা করা এই ঝুঁকিও বাড়ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *