নাটোরে ৬৬ দিনে করোনা শনাক্ত ২১৭

দেশে প্রথম কোভিড–১৯ রোগী শনাক্ত হওয়ার পর প্রথম ৫০ দিন নিরাপদ ছিল নাটোর। ওই সময়ে জেলায় কোনো কোভিড–১৯ রোগী শনাক্ত হয়নি। পরের ৬৫ দিনে ১৮৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে গতকাল বুধবার রাতে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ ১৩ জন নতুন করে সংক্রমিত হয়েছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, দেশে প্রথম ৮ মার্চ কোভিড–১৯ রোগী শনাক্ত হলেও পরবর্তী ৫০ দিন পর্যন্ত নাটোর জেলায় কেউ শনাক্ত হয়নি। ২৮ এপ্রিল জেলায় প্রথম একসঙ্গে আটজনের কোভিড–১৯ শনাক্ত হয়। পরের ৫০ দিনে (১৮ জুন পর্যন্ত) ১০১ জন এবং সর্বশেষ ২ জুলাই পর্যন্ত ২১৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। অর্থাৎ শেষের ১৪ দিনে ১১৬ জন কোভিড–১৯ রোগী শনাক্ত হয়েছে। সরকারি হিসাবে জেলায় ২০০ জন রোগী শনাক্ত হলেই নাটোর জেলা রেড জোনের আওতায় আসবে। সে হিসেবে নাটোর এখন করোনাভাইরাস সংক্রমণের রেড জোনের আওতায়।

জেলা সিভিল সার্জন কাজী মিজানুর রহমান বলেন, জেলায় সংক্রমণ দ্রুত বেড়ে যাওয়ার কারণ হলো স্বাস্থ্যবিধি না মানা। বারবার সতর্ক করার পরও এখানকার মানুষ মাস্ক ছাড়া বাইরে বের হন। যারা মাস্ক ব্যবহার যারা করছেন না, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এখন খুব জরুরি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *