নাটোর শহরবাসীর এবার জলে বসবাস

এবার জলাবদ্ধতায় ডুবেছে নাটোরের উত্তর বড়গাছা জোলাপাড় ও চিতলগাড়ি বিলের বাসীন্দারা।হাঁটু জলে জলজ প্রাণীদের সাথে বসবাস করতে হচ্ছে বর্ধিঞ্চু এসব এলাকার বাসীন্দাদের।

গত কয়েকদিরের টানা বর্ষনের পর আশপাশের উঁচু এলাকার পানি এসে জমে যায় অপেক্ষাকৃত নিচু এসব এলাকায়।কিন্তু এখানে জড় হওয়া পানি গুলো পথ পায়নি বের হওয়ার।ফলে স্থায়ী অবস্থান নিয়েছে সেখানেই।ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়েছে সেসব এলাকায় বসবাসকারীরা।

বিশেষজ্ঞরা জানান,উত্তর বড়গাছা জোলার পাড় এলাকায় নির্মিত হয়েছে অনেক বাড়ি ঘর।যারা কেই ভাবিষ্যত পরিকল্পনা করেননি।অর্থাত তাদের নির্মিত বাড়ি-ঘর কি পরিমান উঁচু হবে।ড্রেনেজ ব্যবস্থা কেমন রাখতে হবে।অতি বর্ষায় কিভাবে পানি বের হবে কোন হিসাবই কেই করেননি।যে যেভাবে পেরেছেন যত্রতত্র নির্মাণ করেছেন বাড়ি।

একই অবস্থা চৌকির পাড় সংলগ্ন চিতলগাড়ি বিল এলাকায়।সেখানে গড়ে ওঠা আবাসিক এলাকার বাড়ি ঘর গুলো মূল রাস্তার সমান্তরাল না হয়ে নিচুতেই করা হয়েছে।সবচেয়ে ঝুকির বিষয় রসুলের মোড় হয়ে রথবাড়ি পর্যন্ত রাস্তার পশ্চিম পাশের খালটি পূরো বন্ধ করে দিয়েছে নতুন আবাসন গড়া বাসীন্দারা।ফলে পানি নিস্কাশনের পূরো পথ বন্ধ।পরিকল্পিত ভাবে যে পথটি তৈরী করেছিলেন নাটোর রাজ।

আরও পড়ুন: বন্দর নগরীতে জমে উঠেছে পশুর হাট

অতিতের হিসাব কষে বর্তমান সমস্যার আলোকে ভবিষ্যত পরিকল্পনা প্রনয়নের মাধ্যমে জলাবদ্ধতা সহ সকল সমস্যা সমাধানের তাগিদ দিয়েছেন নগর পরিকল্পনাবিদরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *