নাম্বার ওয়ানের সিংহাসন ফিরে পেলেন সাকিব আল হাসান

ছবি: সংগৃহিত

নির্বাসন শেষ। এখনো খাতা কলমে মাঠে নামা হয়নি। তবুও আইসিসির ওডিয়াই র‌্যাঙ্কিংয়ে নিজের সিংহাসন ফিরে পেলেন সাকিব আল হাসান।

শাস্তির মেয়াদ শেষ হয় ২৮ অক্টোবর সাকিবের । ২৯ অক্টোবর থেকে সব ধরনের ক্রিকেটে এবার অংশ নিতে পারবেন তিনি। তাঁকে মাঠে দেখার জন্য মুখিয়ে রয়েছেন পুরো ক্রিকেটবিশ্ব। তার মাঠে নামার আগেই ভক্তরা পেল খুশির সংবাদ।

বাংলাদেশের জার্সি গায়ে ২০১৯ সালের জুলাই মাসে শেষবার ওয়ান ডে ম্যাচে মাঠে নেমেছিলেন সাকিব । নির্বাসনের কারণে গত এক বছরে আইসিসি র‌্যাঙ্কিংয়ে নাম ছিল না সাকিবের।

নির্বাসিত হবার আগে ৩৭৩ পয়েন্ট ছিল ৩৩ বছর বয়সী সাকিবের। ২০২০ সালের নভেম্বরে সেই একই রেটিং পয়েন্ট নিয়ে ওয়ান ডে ক্রিকেট র‌্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ফিরে পেলেন তিনি। দুই নম্বরে রয়েছেন আফগানিস্তানের মহম্মদ নবি।

ওডিয়াই অলরাউন্ডার র‍্যাংকিং

নাম  রেটিং পয়েন্ট
১. সাকিব আল হাসান ৩৭৩
২.মোহাম্মদ নবী ৩০১
৩. ক্রিস ভোকস ২৮১
৪. বেন স্টোকস ২৭৬
৫. ইমাদ ওয়াসিম ২৭১
৬. কলিন ডি গ্র্যান্ডহোম ২৬৫
৭. রশিদ খান ২৫৩
৮. মিশেল স্যান্টনার ২৫১
৯. রবীন্দ্র জাদেজা ২৪৬
১০. শন উইলিয়ামস ২৩৮

 

টি-টয়েন্টি অলরাউন্ডার র‍্যাংকিং

নাম রেটিং পয়েন্ট
১. মোহাম্মদ নবী ২৯৪ ২৯৪
২. গ্লেন ম্যাক্সওয়েল  ২২০ ২২০
৩. শান উইলিয়ামস  ২১৩ ২১৩
৪. রিচার্ড বেরিংটন  ১৯৪ ১৯৪
৫. গ্যারেথ ডেলানি  ১৭০ ১৭০
৬. খাওয়ার আলী  ১৫৯ ১৫৯
৭. কলিনস ওবুয়া ১৫৩ ১৫৩
৮. রোহান মোস্তফা  ১৫২ ১৫২
৯. জিশান মকসুদ  ১৩৫ ১৩৫
১০. মাহমুদউল্লাহ ১৩৫ ১৩৫

 

টেস্ট অলরাউন্ডার র‍্যাংকিং

নাম  রেটিং পয়েন্ট
১. জেসন হোল্ডার ৪৪৭
২. বেন স্টোকস ৪৪৬
৩. রবীন্দ্র জাদেজা ৩৯৭
৪. মিশেল স্টার্ক ২৯৮
৫. রবিচন্দ্রন অশ্বিন ২৮১
৬. কলিন ডি গ্র্যান্ডহোম ২৮০
৭. ক্রিস ওওকেস ২৬৯
৮. প্যাট কামিন্স ২৬৬
৯. রোস্টন চেজ ২৫৬
১০. স্টুয়ার্ট ব্রড ২২২

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *