না ফেরার দেশে অস্ট্রেলীয় কিংবদন্তী ডিন জোন্স

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডিন জোন্স। হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে আজ দুপুরে মুম্বাইয়ের এক হোটেলে মৃত্যুবরণ করেন তিনি। জনপ্রিয় ক্যাবল নেটওয়ার্ক স্টার স্পোর্টস এর ধারাভাষ্যকার হিসেবে কাজ করছিলেন তিনি। জৈব সুরক্ষা বলয়ের মধ্যেই আইপিএলে বেসরকারিভাবে বিশ্লেষক হিসেবে কাজ করার চুক্তি করেছিলেন সাবেক এই ক্রিকেটার। দায়িত্বপালন রত অবস্থায় হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
অস্ট্রেলিয়ার জাতীয় দলে খেলার পর কোচিং ও ধারাভাষ্যে বাকিটা সময় কাটিয়েছেন তিনি। শুধু ভারতীয় মিডিয়াতেই নয়, বিশ্ব ক্রিকেট মিডিয়াতেও তিনি পরিচিত ও জনপ্রিয় এক মুখ ছিলেন। তার একটি বিখ্যাত শো ছিলো ক্রিকেট নিয়ে যেটি বিশ্বব্যাপী জনপ্রিয় হয়। মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় দেখা গেছে তাকে।
মেলবোর্নে জন্ম নেওয়া এই ক্রিকেটার অস্ট্রেলিয়ার হয়ে প্রায় অর্ধশতাধিক টেস্ট ম্যাচ খেলেছেন এবং প্রায় সাড়ে তিন হাজারের উপর রান তুলে নিয়েছেন। ১৬৪টি ওয়ানডে ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেটের এই ফরম্যাটে ৬০৬৮ রানের মালিক বনেছিলেন। একমাত্র অস্ট্রেলিয়ার খেলোয়াড় হিসেবে টি টোয়েন্টি ক্রিকেটকে না বলা ক্রিকেটার ছিলেন তিনি। বিশ্বজুড়ে ধারাভাষ্যের পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার লিগ, পাকিস্তান সুপার লিগসহ ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে কোচিংও করিয়েছেন জোন্স। বিশ্বব্যাপী বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লীগে ধারাভাষ্যকার হিসেবেই নিজেকে মেলে ধরেছেন সাবেক এই অস্ট্রেলীয় কিংবদন্তী।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *