নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের দুটি কেন্দ্রের ফলাফল জানা গেছে

নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের দুটি কেন্দ্রে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার প্রথম প্রহরে (মধ্যরাতে) ভোট হয়েছে। রাতেই এই দুটি কেন্দ্রের ফলাফলে দেখা  যায়, একটিতে সব ভোটই পেয়েছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন এবং অন্যটিতে বেশি ভোট পেয়েছেন ট্রাম্প। এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন আজ এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার রাতের প্রথম প্রহরেই যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তের কাছাকাছি নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের শহর ডিক্সভিল নচের একটি কেন্দ্রে ভোটগ্রহণ ও গণনা শেষ হয়। ওই কেন্দ্রে পড়া মোট পাঁচ ভোটেরই সবকটি গেছে জো বাইডেনের ঝুলিতে। একই সঙ্গে এ অঙ্গরাজ্যের মিলসফিল্ড এলাকার কেন্দ্রে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ১৬ ভোট এবং বাইডেন পেয়েছেন পাঁচ ভোট।

নির্বাচনের দিনের আগেই গতকাল সোমবার পর্যন্ত অন্তত নয় কোটি ৬০ লাখ মানুষ আগাম ভোট দিয়েছেন, যা ২০১৬ সালের মার্কিন নির্বাচনে ভোটার উপস্থিতির ৭০ শতাংশ। এখন বাকি ভোটারদের ভোট দেওয়ার পালা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ভিন্ন ভিন্ন সময়ে ভোটগ্রহণ চলছে।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *