পদ্মা সেতুর ৩৮তম স্প্যান বসানো হয়েছে

শনিবার দুপুর ২টা ৩৫ মিনিটে, মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মাসেতুর ১ ও ২ নম্বর পিয়ারের উপর ৩৮তম স্প্যান বসানো হয়েছে। এতে দৃশ্যমান হয়েছে সেতুর পাঁচ হাজার ৭০০ মিটার এবং সেতুর আর মাত্র তিনটি স্প্যান বাকি থাকল। গত ৬ নভেম্বর ৩৬তম এবং ১২ নভেম্বর সেতুর ৩৭তম স্প্যান বসানো হয়।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের বলেন, গত ১৬ নভেম্বর  স্প্যানটি বসানোর কথা ছিল। কিন্তু নির্ধারিত পিয়ার দুটির একটি ডাঙায় এবং অপরটি নদীতে থাকায় ড্রেজিং করে পিয়ার দুটির মাঝের স্থানটি স্প্যানবাহী ভাসমান ক্রেনের চলাচলের উপযোগী করতে হয়েছে। এরপর কারিগরি অন্যান্য বিষয় প্রস্তত করতে আরো কয়েকদিন সময় লেগে যায়।

তিনি আরো বলেন, এ সেতুর কাঠামো কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে। নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার পর আগামী ২০২১ সালে পদ্মা সেতু খুলে দেওয়া হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *