পরিবারের সাত সদস্যসহ চবি উপাচার্য করোনায় আক্রান্ত

উপাচার্য অধ্যাপক ড. শিরিণ আখতার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরিণ আখতার সহ পরিবারের সাত সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

শনিবার (১১ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান।

তিনি বলেন, উপাচার্য মহোদয়, ওনার মেয়ে, নাতি এবং বাসার কেয়ারটেকার সহ মোট সাতজন করোনা আক্রান্ত হয়েছেন। শনিবার বিশ্ববিদ্যালয়ের করোনা ল্যাবে নমুনা পরীক্ষা করা হলে তিনি এবং তাঁর পরিবার আক্রান্ত বলে নিশ্চিত হওয়া যায়। বর্তমানে সকলে শারীরিকভাবে সুস্থ রয়েছেন।

করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয় কর্মচারীদের মধ্যে ত্রাণ বিতরণ ও আর্থিক সহায়তা প্রদানসহ বিভিন্ন রকম সেবা মূলক কাজে সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন উপাচার্য। এছাড়া সরকার নির্ধারিত সাধারণ ছুটি তুলে দেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজ সীমিত আকারে চালিয়ে নিতে নিয়মিতই অফিস করতেন তিনি। সম্প্রতি উপাচার্য কার্যালয়ের তিন কর্মকর্তা-কর্মচারী করোনা আক্রান্ত হওয়ার পর হোম কোয়ারেন্টিনে চলে যান তিনি।

আরও পড়ুন: মিথ্যা মামলায় গ্রেপ্তারকৃত জবি ছাত্রের মুক্তি মেলেনি ১৫ দিনেও!

এর আগে ক্যাম্পাসে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৪ জুলাই থেকে সপ্তাহ ১৪ দিনের জন্য লকডাউন করা হয় বিশ্ববিদ্যালয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *