পাস হলো পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট

আগামী ১ জুলাই থেকে শুরু হতে যাওয়া ২০২০-২১ নতুন অর্থবছরের জন্য পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পাস হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সংসদ স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বেলা ১১টায় অধিবেশন শুরু হয়। অধিবেশনে কণ্ঠভোটে আগামী অর্থবছরের জন্য বাজেট পাস হয়। সর্বশেষ নির্দিষ্টকরণ বিল পাসের মধ্য দিয়ে পাস হবে বাজেট। আগামীকাল বুধবার ২০২০-২১ অর্থবছরের প্রথম দিন থেকে এ বাজেট কার্যকর হবে।

সকালে অধিবেশনের শুরুতে ২০২০-২১ সালের জন্য প্রস্তাবিত বাজেটের উপর আনীত ছাটাই প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রক্রিয়ায় অংশ নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের জন্য বরাদ্দ প্রস্তাব উত্থাপন করেন। এরপর একে একে অন্য মন্ত্রীরা তাদের স্ব-স্ব মন্ত্রণালয়ের প্রস্তাব উত্থাপন করেন। কণ্ঠভোটে সে সকল প্রস্তাব গ্রহণ করা হয়।

আরও পড়ুন: ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে এবারের বাজেট : অর্থমন্ত্রী

এর আগে করোনা পরিস্থিতির মধ্যে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে কঠোর স্বাস্থ্যবিধি মেনে গত ১০ জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়। গত ১১ জুন কভিড-১৯ মহামারিতে অর্থনীতির অচলাবস্থার মধ্যে টিকে থাকা ও অর্থনীতি পুনরুদ্ধারের প্রত্যাশা সামনে রেখে ২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের দ্বিতীয় বাজেট এটি। ‘অর্থনৈতিক উত্তরণ ভবিষ্যৎ পথপরিক্রমা’ শিরোনামে এবারের বাজেট বর্তমান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালেরও দ্বিতীয় বাজেট।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *