পেকুয়ায় সশস্ত্র সন্ত্রাসীদের হামলার শিকার যুবদল নেতা

আহত যুবদলনেতা আজমগীর
কক্সবাজারের পেকুয়ায় সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন টইটং ইউনিয়ন যুবদলের সভাপতি মুহাম্মদ আজমগীর(৩৮)।
সোমবার (৩ আগস্ট) রাত ৮টার দিকে টইটং ইউপির আবদুল্লাহ পাড়ার খেলার মাঠে এ ঘটনা ঘটে।
আহত যুবদল নেতা একই এলাকার মুহাম্মদ হাসানের ছেলে।
আহত যুবদল নেতা আজমগীরের চাচা আলি হোসাইন বলেন, আজমগীর আবদুল্লা পাড়া মসজিদে মাগরিবের নামাজ আদায় করে ঘরে ফেরার সময় পূর্ব পরিকল্পিতভাবে উৎপেতে থাকা নুরুচ্ছফা ও তার ছেলে রাজিব, জাহেদ, ওয়াহেদ, রাসেলসহ ১০/১২ সশস্ত্র সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে তাঁর উপর হামলা করে। এতে ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয়।
হামলাকারীদের সাথে আজমগীরের জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিলো বলে জানান চাচা আলি হোসাইন।
টইটং ইউপির সদস্য ও যুবদল নেতা শাহাদাত হোসেন বলেন, যুবদল সভাপতি মুহাম্মদ আজমগীরের উপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। আবদুল্লাহ পাড়া এলাকার নুরুচ্ছফা ও তার ছেলেরা তাকে প্রাণে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে পেকুয়া সরকারি হাসপাতালে নেয়া হয়। কিন্তু অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ইউনিয়ন যুবদলের সভাপতিকে পরিকল্পিতভাবে হামলার প্রতিবাদ জানিয়ে প্রশাসনের প্রতি সঠিক তদন্তপূর্বক দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান যুবদল নেতা শাহাদাত।
এব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আজম বলেন, এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পাওয়ামাত্রই তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *