প্রেসিডেন্টস কাপের ফাইনালে বিসিবির পুরষ্কারের ডালি:ফাইনাল জিতলেন মাহমুদুল্লাহ

                                 ছবি সূত্র:বিসিবি

প্রায় ৭ মাস পর মিরপুর হোম গ্রাউন্ড কোনো টুর্নামেন্টের দেখা পেলো। যদিও এটি আন্তর্জাতিক মানের কোনো টুর্নামেন্ট না কিন্তু আগামি খেলা গুলোয় অশংগ্রহণের জন্য এই টুর্নামেন্ট ভূমিকা রাখবে। দীর্ঘ বিরতির পর খেলোয়াড়দের প্রস্তুত হতে আরও সহজ হবে, ফিটনেস ধরে রাখতে এবং নিজেদের দুর্বল জায়গাগুলো আরও শক্ত করার সুযোগ তৈরি হবে।

বিসিবি আগেই প্রায় ৩৬ লক্ষ টাকার পুরষ্কার ঘোষণা দিয়েছিল।এর বাইরেও আজকে বেশ কিছু অতিরিক্ত পুরষ্কার দেওয়া হয়েছে।

চ্যাম্পিয়ন মাহমুদউল্লাহ একাদশ পেয়েছে ১৫ লাখ টাকা, আর রানার্সআপ নাজমুল একাদশের হাতে উঠেছে ৭ লাখ ৫০ হাজার টাকা। টুর্নামেন্ট সেরা ব্যাটসম্যান, বোলার, ফিল্ডার পেয়েছেন ২ লাখ টাকা করে। ফাইনাল ম্যাচের সেরা ব্যাটসম্যান, বোলার, ফিল্ডার ও ফাইনালের ম্যাচসেরা পেয়েছেন ১ লাখ টাকা করে। এছাড়া প্রেসিডেন্টস স্পেশাল অ্যাওয়ার্ড হিসেবে ৫ জন ক্রিকেটারকে দেওয়া হছে ৫০ হাজার টাকা করে পুরস্কার।

এক নজরে বিসিবি প্রেসিডেন্টস কাপে পুরস্কার বিজয়ীরা-

টুর্নামেন্ট সেরা ক্রিকেটার: মুশফিকুর রহিম (নাজমুল একাদশ)

সেরা ব্যাটসম্যান : ইরফান শুক্কুর (নাজমুল একাদশ)

সেরা বোলার : সুমন খান (মাহমুদউল্লাহ একাদশ)

সেরা ফিল্ডার: নুরুল হাসান (মাহমুদউল্লাহ একাদশ)

ম্যাচসেরা : সুমন খান (মাহমুদউল্লাহ একাদশ)

টুর্নামেন্ট সেরা ব্যাটসম্যান : ইরফান শুক্কুর (নাজমুল একাদশ)

টুর্নামেন্ট সেরা বোলার : রুবেল হোসেন (মাহমুদউল্লাহ একাদশ)

টুর্নামেন্ট সেরা ফিল্ডার : নুরুল হাসান সোহান (মাহমুদউল্লাহ একাদশ)

কামব্যাক প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট : তাসকিন আহমেদ (তামিম একাদশ)

প্রমিজিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট : রিশাদ আহমেদ ( নাজমুল একাদশ)

প্রেসিডেন্টস স্পেশাল অ্যাওয়ার্ড : সাইফ উদ্দিন, মেহেদী হাসান, সুমন খান, আফিফ হোসেন ও তৌহিদ হৃদয়।

ফাইনাল ম্যাচের স্কোরকার্ড

টস : মাহমুদউল্লাহ একাদশ

নাজমুল একাদশ : ১৭৩/১০ (৪৭.১ ওভার)

সাইফ ৪ (৫), সৌম্য ৫ (১১), শান্ত ৩২ (৫৭), মুশফিক ১২ (৩৭), আফিফ ০ (২), হৃদয় ২৬ (৫৩), শুক্কুর ৭৫ (৭৭), নাঈম ৭ (১৮), নাসুম ৩ (১৫), তাসকিন ১ (৬), আল আমিন ২* (১)

রুবেল ৮-২-২৭-২, সুমন ১০-০-৩৮-৫, এবাদত ৮.১-১৮-১, মিরাজ ৯-০-৩৯-১, বিপ্লব ৫-০-২১-০, মাহমুদউল্লাহ ৭-০-২৮-১

মাহমুদউল্লাহ একাদশ : ১৭১/৩ (২৯.৩ ওভার)

লিটন ৬৮ (৬৯), মুমিনুল ৪ (১২), জয় ১৮ (৩২), ইমরুল ৪৭* (৫৪), মাহমুদউল্লাহ ২৩* (১১)

তাসকিন ৭-০-৪৫-০, আল আমিন ৬-১-৩২-১, নাসুম ১০-০-৪৮-২, রাহী ২-০-৭-০, নাঈম ৪.৩-০-৩৮-০

ফল : মাহমুদউল্লাহ একাদশ ৭ উইকেটে জিতে চ্যাম্পিয়ন।

ম্যান অব দ্যা ম্যাচ: সুমন খান

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *