প্লাটিনাম পরিবহনে ইয়াবা; আটক দুই

আটক মো. সুমন ও শুভ

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন একেখান মোড় এলাকায় প্লাটিনাম পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে ১৪ হাজার ৫১০ পিস ইয়াবাসহ বাসের সুপারভাইজার ও হেলপারকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (১৩ জুলাই) ভোরে কক্সবাজার থেকে ঢাকাগামী ওই বাস থেকে তাদের আটক করা হয়। ইয়াবা পরিবহনে ব্যবহৃত প্লাটিনাম পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে।

আটক দুইজন হলো- প্লাটিনাম পরিবহনের বাসের সুপারভাইজার মো. সুমন (৩৮) ও হেলপার মো. শুভ (২৮)। এদের মধ্যে সুমন পটুয়াখালী জেলার ভুরিপাশা এলাকার আবদুল মীরের ছেলে ও শুভ ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার আবুল কাশেমের ছেলে।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একেখান মোড় এলাকায় প্লাটিনাম পরিবহনের কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বাসে অভিযান চালিয়ে ১৪ হাজার ৫১০ পিস ইয়াবাসহ বাসের সুপারভাইজার ও হেলপারকে আটক করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে বাসে চাকরির আড়ালে মাদক ব্যবসা করে আসছিলেন। ইয়াবা পরিবহনে ব্যবহৃত প্লাটিনাম পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে।

আরও পড়ুন: ইদে সরকারি কর্মচারিদের থাকতে কর্মস্থলেই, বাড়ছে না ছুটি

আটক দুইজনকে পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান মো. মাহমুদুল হাসান মামুন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *