বইমেলা স্থগিতের প্রস্তাব !

শুক্রবার বাংলা একাডেমির মহাপরিচালক (ডিজি) কবি হাবীবুল্লাহ সিরাজী জানিয়েছেন, করোনার উদ্ভূত পরিস্থিতিতে আসন্ন অমর একুশে বইমেলা স্থগিতের প্রস্তাব দেয়া হয়েছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি প্রস্তাবনা পাঠিয়েছে বাংলা একাডেমি।

তিনি আরো বলেন, ‘সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে করোনা পরিস্থিতিতে বইমেলা না করার জন্য প্রস্তাবনা পাঠিয়েছি। মন্ত্রণালয় যদি অনুমোদন দেয় তাহলে সেটা কার্যকর হবে। করোনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে আমরা এই প্রস্তাবনা পাঠিয়েছি। আগামী রবিবার কিংবা সোমবার (১৩ বা ১৪ ডিসেম্বর) বইমেলা নিয়ে বিস্তারিত আমরা জানাতে পারবো বলে আশা করি।’

বাংলা একাডেমির তথ্যমতে, অমর একুশে গ্রন্থমেলা-২০২০-এ বিক্রি হয়েছিল ৮২ কোটি টাকার বই। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান অংশে সব মিলিয়ে ৫৬০টি প্রতিষ্ঠানকে ৮৭৩টি ইউনিট বা স্টল বরাদ্দ দেওয়া হয়েছিল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *