বঙ্গবন্ধুর জীবনদর্শন শীর্ষক আলোচনা সভা ও গুনিজন সম্মাননা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু

বঙ্গবন্ধু

সমাজের শান্তি ও মানবাধিকার প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর জীবনদর্শন শীর্ষক আলোচনা সভা ও গুনিজন সম্মাননা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাজধানীর একটি কনভেনশন সেন্টারে মানবাধিকার ও পরিবেশ সাংবাদিক সোসাইটি -(মাপসাস) এ অনুষ্ঠান আয়োজন করে।

বীরমুক্তিযোদ্ধা প্রফেসর ডাঃ মোঃ গোলাম কবীর এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য ড. মির্জা জলিল। বিশেষ অতিথি ছিলেন এডভোকেট আয়েশা আক্তার, কাজী মনিরুল ইসলাম, ডাঃ নজরুল ইসলাম, অধ্যক্ষ নাজমুল হক, ও ডাঃ আব্দুল খালেক বিশ্বাস। সাংবাদিক জাহিদ হাসান চঞ্চল এ্রর উপস্থাপনায় এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ এতে অংশ নেন।

বক্তারা সমাজের শান্তি ও মানবঅধিকার প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর জীবনদর্শন নিয়ে বিভিন্ন দিকধারা তুলে ধরেন। করোনা মহামারিতে গণমাধ্যম কর্মিদের ভুমিকার কথাও তুলে ধরেন। করোনার দ্বিতীয় ধাপে সবাইকে স্বাস্ধ্যবিধি মেনে চলতে আহ্বান জানিয়ে বলেন,করোনা মহামারিতে শুধু আইন করলেই হবে না এজন্য প্রয়োজন ব্যাপক গণসচেতনা। অনুষ্ঠানে বেশ কয়েকজন গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *