বাংলাদেশকে ৭৩২ মিলিয়ন ডলার দেবে আইএমএফ

কোভিড-১৯ তথা করোনাভাইরাসের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত দেশের অর্থনীতি। বাংলাদেশের এমন পরিস্থিতিতে এগিয়ে এসেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ।

প্রতিষ্ঠানটি বাংলাদেশের জন্য শূন্য সুদে ৭৩২ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন দিয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় ৬ হাজার ২২২ কোটি টাকা।

এক বিবৃতিতে আইএমএফ  বলেছে, বাংলাদেশ এই ঋণ দেশের জনগণের স্বাস্থ্য সুরক্ষাসহ সামাজিক নিরাপত্তা আরও জোরদার এবং অর্থনীতিকে সঠিক পথে রাখতে যে প্রণোদনা কর্মসূচি নিয়েছে তা বাস্তবায়নে ব্যয় করতে পারবে।

করোনা মহামারি পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে পাওয়া এটাই বাংলাদেশের সবচেয়ে বড় ঋণ সহায়তা।

এর আগে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক-এডিবি বাংলাদেশকে ৫০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দিয়েছে যা ইতোমধ্যেই সরকারের কোষাগারে জমা হয়েছে।

সাধারণত, আইএমএফ  কখনো শর্ত ছাড়া কোনো দেশকে ঋণ দেয় না। তবে এই ঋণে কোনো শর্ত নেই।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের এই বিপদে আইএমএফ  সরকারের পাশেই থাকবে এবং ভবিষ্যতে সহায়তা আরও বাড়ানো হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *