বাংলাদেশসহ ২৫ দেশ সৌদি প্রবেশের অনুমতি পেল

বাংলাদেশসহ ২৫ দেশ সৌদি আরবে প্রবেশের অনুমতি পেয়েছে। দেশটির সিভিল এভিয়েশন জেনারেল অথরিটি এ অনুমতি দেয়। তবে কবে থেকে সৌদিতে প্রবেশ করা যাবে এ সংক্রান্ত নির্দিষ্ট কোনও তারিখ এখনো জানানো হয়নি।

যে ২৫টি দেশের প্রবাসীরা সৌদি আরব ফিরে আসার সুযোগ পাচ্ছে তাদের মধ্যে বাংলাদেশের নাম রয়েছে ১৮ নম্বরে। অন্য দেশগুলো হলো- সংযুক্ত আরব আমিরাত, ওমান, বাহরাইন, লেবানন, কুয়েত, মিশর, তিউনিসিয়া, মরক্কো, চীন, ইংল্যান্ড, ইন্দোনেশিয়া, ফ্রান্স, জার্মানি, ইতালি, অস্ট্রেলিয়া, তুরস্ক, গ্রীস, ফিলিফাইন, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, সুদান, ইথুপিয়া, কেনিয়া ও নাইজেরিয়া।

তবে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলংকাসহ অন্যান্য দেশগুলো আপাতত এ সুযোগ পাচ্ছে না।

এদিকে কিছু শর্ত পূরণ করে ২৫টি দেশের নাগরিক সৌদি আরবে ফিরে যেতে পারবেন।

শর্তগুলো হলো- সৌদি আরব ভ্রমণ করতে হলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে ফরম পূরণ করে সেটির মধ্যে বিস্তারিত তথ্য লিখে স্বাক্ষর করতে হবে এবং আসার সময় এয়ারপোর্টে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্ধারিত ডেস্কে জমা দিতে হবে। ভ্রমণের সাতদিন আগে থেকে কোয়ারেন্টিনে থাকতে হবে। মূলত পিসিআর দেয়ার চারদিন আগে থেকে এবং পিসিআর রিপোর্ট পাওয়ার তিনদিন পর পর্যন্ত।

আরও পড়ুন: প্রতিষ্ঠানের মূল্যায়নের ভিত্তিতে অষ্টম থেকে নবম শ্রেণিতে উত্তীর্ণ

সৌদির টাটামন এবং তাওয়াক্বালনা অ্যাপস ডাউনলোড করে নিবন্ধন করতে হবে। ফেরত আসার আট ঘণ্টার মধ্যে টাটামন অ্যাপের মাধ্যমে বাসার অবস্থান নির্ধারণ করতে হবে। করোনার লক্ষণ সম্পর্কে অবগত থাকতে হবে। যদি কোনও লক্ষণ দেখা দেয় তাহলে সরাসরি ৯৩৭ নম্বরে ফোন করতে হবে অথবা সাধারণ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসা নিতে হবে।

প্রতিদিনের স্বাস্থ্যের অবস্থা টাটামন অ্যাপের মাধ্যমে জানাতে হবে এবং কোয়ারেন্টিন থাকার সময় সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশিত ফরম অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *