বাংলাদেশের সিরিজ বাতিলের সিদ্ধান্ত:হতাশ শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা সিরিজ দিয়ে মাঠে ফেরার লক্ষ্য থাকলেও কোয়ারেন্টিনের শর্ত নিয়ে শ্রীলঙ্কা ও বাংলাদেশ এর টানাপোড়নে সমঝোতায় পৌছাতে পারেনি কোনো দল। ফলাফলে বাতিল হয়ে যায় বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচের টেস্ট সিরিজ। এইদিকে বাংলাদেশের অনড় সিদ্ধান্ত ও শ্রীলঙ্কায় না যাওয়ার ঘোষণায় হতাশা প্রকাশ করেছেন লঙ্কান কোচ মিকি আর্থার।

বাংলাদেশ সিরিজ সামনে রেখে ক্রিকেটে ফেরার জন্যে  কঠোর পরিশ্রম বিফলে যাওয়ায় হতাশ পুরো দল , সোমবার এমনটিই জানিয়েছেন লঙ্কান কোচ আর্থার বলেন,

‘আমাদের ক্রিকেটাররা সিরিজের জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। কোভিড বিরতির পর সেরা এবং সবচেয়ে প্রস্তুত দল হওয়ার লক্ষ্য তাদের দিয়েছিলাম। ছেলেরা বীরত্ব ও অসাধারণ পেশাদারিত্ব দেখিয়েছে। কিন্তু আসন্ন কোনো লক্ষ্য ছাড়া অনুশীলন করা খুবই কঠিন। আমরা প্রস্তুত, কিন্তু এই মুহূর্তে আমরা সেরা অবস্থায় থাকলেও খেলতে পারছি না।’

বাংলাদেশ দলের সঙ্গে  খেলতে না পারলেও  খুব শিগগিরই দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে ক্রিকেটে ফিরবে শ্রীলঙ্কা জানান কোচ।এদিকে ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর লক্ষ্য নিয়ে আর্থার বলেন,

‘আমরা ক্রিকেট ফেরাতে চাই এবং অন্যথায় আমাদের ভ্যাকসিনের জন্য অপেক্ষা করে সব বন্ধ রাখতে হবে। আমি বেশ ইতিবাচক। আমি আশাবাদী ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা এবং এরপর ইংল্যান্ড সিরিজ দিয়ে ২০২১ সালে ব্যস্ত সূচি শুরু করবো।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *