বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচলে রেকর্ড

বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্যবাহী ট্রেন। ছবি: সংগৃহিত

করোনা পরিস্থিতির মধ্যে এক মাসে শতাধিক পণ্যবাহী ট্রেন চলাচলের মাধ্যমে রেকর্ড করেছে বাংলাদেশ-ভারত।

চলতি বছরের জুন মাসে দুই দেশের মধ্যে এই ট্রেন চলাচল হয়। বাংলাদেশ রেলওয়ে ও ইন্ডিয়ান রেলওয়ের ব্যবস্থাপনায় ট্রেনগুলো চলাচল করেছে।

বৃহস্পতিবার ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইন্ডিয়ান রেলওয়ে ১০৩টি পণ্যবাহী ট্রেনে বাংলাদেশকে পেঁয়াজ, আদা, মরিচ, ভুট্টা, হলুদ, ধানের বীজ, চিনির মতো প্রয়োজনীয় পণ্য সরবরাহ করেছে।

করোনা মহামারি ও লকডাউনের মধ্যে সীমান্ত পেরিয়ে দুই দেশের মধ্যে ট্রেনে পণ্য আনা-নেওয়া বেড়েছে। যেটা দুই দেশের রেলওয়েতে এক মাসে শতাধিক পণ্যবাহী ট্রেন চলাচলের রেকর্ড।

ট্রেনে পণ্য সরবরাহের সাফল্য দেখে বাংলাদেশ রেলওয়ে ভারতের মধ্যে পার্সেল ট্রেন সেবা চালুর অনুমতি দিয়েছে। যাতে ২৩৮ মেট্রিক টন পণ্য বহন হবে।

আরও পড়ুন: করোনার ভ্যাকসিন ৬ মাসে বাংলাদেশে আনবে গ্লোব বায়োটেক

সম্প্রতি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ একাধিক ভিডিও কনফারেন্সে রেল মন্ত্রণালয়, এনবিআর ও বাণিজ্য মন্ত্রণালয়কে দুই দেশের মধ্যে ট্রেনে পণ্য আনা-নেওয়া সহজীকরণের ব্যাপারে অনুরোধ জানান।

আলোচনার পরে এখন এনবিআর ও বাংলাদেশ রেলওয়ে বেনাপোল-পেট্রাপোল দিয়ে কনটেইনার ট্রেন সেবা সহজ করার বিষয়ে একমত হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *