বান্দরবানে শসস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নিহত ৬, আহত ৩

ছবি: মর্নিং নিউজ বিডি

বান্দরবান সদর উপজেলার বাগমারা এলাকায় শসস্ত্র সন্ত্রাসীদের দুই গ্রুপের গোলাগুলিতে ৫ জন নিহত আর তিনজন গুলিবিদ্ধ হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে জেলা সদরের বাগমারা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা সবাই জেএসএস এমএন লারমা গ্রুপের সদস্য বলে স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৭টার দিকে জেলার সদর উপজেলার বাগমারা এলাকায় শসস্ত্র সন্ত্রাসীদের দুই গ্রুপের গোলাগুলি শুরু হয়। এসময় জেএসএস এমএন লারমা গ্রুপের ৫ সদস্য নিহত হয়।

জেএসএস (এমএন) লারমা দলের নিহতরা হলেন- প্রজিত চাকমা (৬৫), ডেবিট মার্মা (৫০), জয় ত্রিপুরা  (৪০), দিপেন ত্রিপুরা  (৪২), মিলন চাকমা (৬০) এবং রতন তংচংগ‍্যা (৬০)।

জেলার ৬নং নোয়াপতং ইউপি সদস্য মিচি মার্মা বলেন, আমরা ঘটনাস্থলে ৫ জনের লাশ দেখেছি, গুলিবিদ্ধ ৩ জনকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে ঘটনার পর জেলা সদর থেকে সেনা সদস্য ও পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা নিহত ও আহতদের জেলা সদর হাসপাতালে নিয়ে আসছে। ঘটনারপর পুরো এলাকা ঘিরে রেখেছে যৌথ বাহিনীর সদস্যরা। এঘটনার পর জেলা শহরে আতংক বিরাজ করছে।

বান্দরবান জেলার পুলিশ সুপার জেরিন আক্তার বলেন, দুই গ্রুপের সংঘর্ষে সম্ভবত ৪ জন মারা গেছে। এখনো নিশ্চিত করতে পারছিনা মোট কতজন নিহত হয়েছে। কারন গুলিবিদ্ধ অনেকে বেঁচেও তো থাকতে পারে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *