ভারতীয় কারাগারে বাংলাদেশী নাগরিকের মৃত্যু

ভারতের ধুবড়ি কারাগারে বাংলাদেশী নাগরিক বকুল মিয়া নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা ব্যাপারী পাড়ার উমর সরকারের ছেলে।

জানা যায়, ভারতের ধুবড়ী জেল হাজতে আটক থাকা ২৬ বাংলাদেশীর মধ্যে সে একজন।

বুধবার (১ জুলাই) জেলে সে হার্ট এ্যাটাকে মৃত্যু বরণ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন গৌহাটিস্থ বাংলাদেশ দূতাবাসের সহকারী হাইকমিশনার তানভীর রসুল।

তার পাসপোর্ট নম্বর  বি পি ০৫৬১৫৫১ জন্ম ১০.১.১৯৬৪। তিনি সহ ২৬ জন বাংলাদেশী লকডাউনের কারণে আটকা পড়ায় যথা সময়ে দেশে ফিরতে পারেন নি। দেশে ফেরার সময় ভারতীয় পুলিশ তাদের আটক করে। ১৪ ফরেনার্স এ্যাক্টে আটক থাকেন গত (২৬ জুন) তাদের মামলার শুনানি হয়। একাধিক আইনজীবী এ শুনানিতে অংশ নেয়। আগামী ৬ জুলাই আবারও শুনানির জন্য দিন ধার্য্য ছিলো।

আরও পড়ুন: আব্দুস সালাম এর অপরাধে কারাগারে সালাম ঢালী

মুক্তি পাবার আগেই তিনি মারা গেলেন। তার মৃত্যুর খবর চিলমারীতে আসার পর স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর আব্রাহাম লিংকন বিষয়টি কথা নিশ্চিত করেছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *