ভারতের অর্থনীতি ডুবলেও বেড়েছে মোদীর সম্পদ

ভারতের অর্থনীতি ক্রমাগত নিম্নমুখী হলেও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পদ বেড়েছে গত বছরের তুলনায় অনেক বেশি । বিজেপি সমর্থিত নেতাদের অন্নান্য সদস্যদের সম্পদে সমৃদ্ধি তেমন না দেখা গেলেও এইদিকে এগিয়ে আছেন নরেন্দ্র মোদী। এইদিকে দলটির ভাইস প্রেসিডেন্ট স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মোট সম্পদ কমেছে আগের তুলনায়।
নিয়ম অনুযায়ী দলের প্রত্যেক সদস্যের সম্পদের পরিমাণের তথ্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) প্রতিবছর জমা দিতে হয়। এবছর জমা দেওয়া প্রতি সদস্যের বর্তমান সম্পদের তালিকা প্রকাশ করা হয়েছে সম্প্রতি। তালিকায় তেমন উল্লোখযোগ্য পরিবর্তন পরিলক্ষিত না হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মোট সম্পদ গত বছরের তুলনায় বেড়েছে।
তালিকা অনুযায়ী ২০১৯ সালে মোদীর যে সম্পদ ছিল এবার মোদির মোট সম্পদ ৩৬ লাখ রুপি বেড়েছে। প্রধামন্ত্রীর কার্যালয়ে তার জমা দেয়া সম্পদবিবরণী অনুযায়ী, ৩০ জুন পর্যন্ত মোট সম্পদ ছিল দুই কোটি ৮৫ লাখ রুপি। গত বছরে তার সম্পদ ছিল দুই কোটি ৪৯ লাখ রুপি। এ সম্পদ বেড়েছে মূলত ব্যাংকে টাকা জমা রাখা ও নিরাপদ বিনিয়োগের বিপরীতে।
এইদিকে মোদীর শাসন আমলে ভারতের তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন না হলেও, সেটি নিম্নমুখী সূচকে প্রবেশ করেছে করোনা মহামারীতে। নিম্ন অর্থনীতির সূচকে তিনে নেমে এসেছে ভারত।
সূত্র : ইন্ডিয়া টুডে
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *