ভারতের দিকে দ্রুত এগিয়ে আসছে ঘূর্ণিঝড় নিসর্গ

প্রতীকী ছবি

আম্ফান যেতে না যেতেই এবার ভারতের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নিসর্গ। আগামী ১১ ঘণ্টার মধ্যে মহারাষ্ট্র ও গুজরাট উপকূলে আঘাত হানতে পারে এটি।

মঙ্গলবার ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, পূর্ব-মধ্য আরব সাগরের নিম্নচাপটি গত ছয় ঘণ্টা ধরে ১১ কিলোমিটার বেগে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। মঙ্গলবার সকালে এটি মুম্বাই থেকে ৪৯০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। বুধবার সকাল ৭টা – দুপুর ১২টার মধ্যে ঘূর্ণিঝড় আকারে আঘাত হানার সম্ভাবনা রয়েছে।

ঘূর্ণিঝড় মোকাবেলায় ইতোমধ্যে ভারতের মহারাষ্ট্রে বিপর্যয় মোকাবেলা বাহিনীর (এনডিআরএফ) ১০টি দল মোতায়েন করা হয়েছে। এছাড়া সমস্ত উপকূলের পাশে থাকা লোকজনদের সাবধান করা হয়েছে। এছাড়া বেশকিছু মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, ঘূর্ণিঝড় নিসর্গে বাতাসের বেগ থাকবে ৯০ থেকে ১০০ কিলোমিটারের মধ্যে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *