ভিদালের গোলে শিরোপা দৌড়ে টিকে রইলো বার্সা

জয়সূচক গোলের পর সতীর্থদের মধ্যমণি চিলিয়ান আর্তোরো ভিদাল

আর্তোরো ভিদালের গোলে এখনো শিরোপা দৌড়ে টিকে রইলো বার্সেলোনা। অ্যাওয়ে ম্যাচে আবারও ভুগতে দেখা গেল কাতালানের ক্লাটিকে। দারুণ কয়েকটি পাল্টা আক্রমণে বার্সা রক্ষণে ভীতি সঞ্চার করেছে রিয়াল ভাইয়োদলিদ। শেষ পর্যন্ত অবশ্য প্রত্যাশিত জয় নিয়েই মাঠ ছেড়েছে কিকে সেতিয়েনের দল।

লা লিগায় শনিবার ভাইয়োদলিদের মাঠে এক প্রকার কষ্টের জয়ই পেয়েছে শিরোপাধারীরা। এই জয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান আবারও ১ পয়েন্টে নামিয়ে এনেছে বার্সেলোনা।

সফরকারীরা এগিয়ে যেতে পারতো পঞ্চম মিনিটেই; তবে নেলসেন সেমেদোর কাটব্যাক ভালো পজিশনে পেয়ে দুর্বল শটে সুযোগ নষ্ট করেন রিকি পুস। আক্রমণাত্মক শুরু করা দলটির গোল পেতে অবশ্য দেরি হয়নি। পঞ্চদশ মিনিটে দারুণ নৈপুণ্যে দলকে এগিয়ে নেন ভিদাল। তিন জনের মধ্যে থেকে মেসির বাড়ানো বল ডি-বক্সে পেয়ে জায়গা বানিয়ে কোনাকুনি শটে গোলটি করেন চিলির মিডফিল্ডার। বল দূরের পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়। আসরে এটা তার অষ্টম গোল। আর মেসির ২০তম অ্যাসিস্ট।

চার মিনিট পর সুবর্ণ সুযোগ নষ্ট করেন অঁতোয়ান গ্রিজমান। ডান দিক থেকে সেমেদোর পাস আট গজ দূরে ফাঁকায় পেয়েও শট নিতে ব্যর্থ হন ফরাসি ফরোয়ার্ড।
৩৭তম মিনিটে বার্সেলোনার শিবিরে ভীতি ছড়ান কিকে পেরেস। জেরার্দ পিকে ও ক্লেমোঁ লংলেকে পেছনে ফেলে ডি-বক্সে ঢুকে শট নেওয়ার আগে তাল হারিয়ে ফেলেন স্প্যানিশ এই মিডফিল্ডার।

দ্বিতীয়ার্ধের শুরুতে যেন কিছুটা খেই হারিয়ে ফেলে বার্সেলোনা। সেই সুযোগে চাপ বাড়ানো ভাইয়াদলিদ ৬০তম মিনিটে আরেকটি ভালো সুযোগ তৈরি করে। তবে এনেস উনালের হেড দারুণ নৈপুণ্যে ঝাঁপিয়ে প্রতিহত করেন টের স্টেগেন।

৭৬তম মিনিটে মেসির কর্নারে হেড করতে গিয়ে প্রতিপক্ষের সঙ্গে ধাক্কাধাক্কিতে পড়ে যান পিকে। তাকে ফাউল করা হয়েছে দাবি করে পেনাল্টির আবেদন করেন স্প্যানিশ এই ডিফেন্ডার; তবে রেফারির সাড়া মেলেনি। অসন্তুষ্ট পিকেকে বেশ কিছুক্ষণ ধরে রেফারির সঙ্গে কথা বলতে দেখা যায়।

আরও পড়ুন: শেফিল্ডের কাছে হেরেই বসলো চেলসি

শেষ দিকে বার্সেলোনার রক্ষণে প্রচণ্ড চাপ বাড়ানো ভাইয়াদলিদ গোল পেতে পারতো। তবে সান্দ্রো রামিরেসের কাছের পোস্টে নেওয়া শট ঠেকিয়ে জয় নিশ্চিত করেন টের স্টেগেন।

৩৬ ম্যাচে ২৪ জয় ও সাত ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ৭৯। এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট ৮০।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *