ভোলায় ১০টি স্থানে জীবাণুনাশক টানেল স্থাপন

ভোলায় করোনাভাইরাস সংক্রামণ প্রতিরোধে জেলা প্রশাসক কার্যালয়, পুলিশ সুপার কার্যালয় ও হাসপাতালসহ গুরুত্বপূর্ণ দশটি স্থানে জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের প্রবেশপথে টানেলের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। পরে ভোলা হাসপাতালের ডাক্তার, নার্স ও স্টাফদের জন্য সুরক্ষা সামগ্রী জেলা প্রশাসকের হাতে তুলে দেন তিনি।

এ সময় সংসদ সদস্য নূরনবী চৌধূরী শাওন বলেন, প্রধানমন্ত্রীর ৩১ বিধির আলোকে আমরা মাঠে কাজ করে যাচ্ছি। যারা দেশের মানুষের কল্যাণে কাজ করবে তাদের সুরক্ষার জন্য এসব জীবাণুনাশক টানেল ব্যবস্থা চালু করা হয়েছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল কাদের মঞ্জু প্রমূখ উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য নূরনবী চৌধূরী শাওনের ব্যক্তি-উদ্যোগ ও অর্থায়নে এসব জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *