মজলুম জননেতার মৃত্যুবার্ষিকী

ফাইল ছবি

নাম আবদুল হামিদ খান ভাসানী হলেও মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী হিসেবে মানুষের অন্তরে স্থান করে নিয়েছেন যিনি আজ সেই মহান আত্মার ৪৪তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৬ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন।

১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্ম হলেও জীবনের বড় অংশই কাটিয়েছেন টাঙ্গাইলের সন্তোষে।

তরুণ বয়সেই যুক্ত হন রাজনীতির সাথে। সেই থেকে জীবনের শেষ অধ্যায় পর্যন্ত সংগ্রাম করে গেছেন অবহেলিত মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্য। ব্রিটিশবিরোধী আন্দোলন, পাকিস্তানের শোষণ-নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন, ভাষা আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, ফারাক্কা লংমার্চসহ ইতিহাসের প্রতিটি বাঁকে রেখে গেছেন তাঁর কর্মের ছাপ।

১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট গঠনকারী প্রধান নেতাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ চলাকালে গঠিত প্রবাসী সরকারের উপদেষ্টামন্ডলীর সভাপতিও ছিলেন তিনি। তার উদ্যোগে ১৯৫৭ সালে কাগমারীতে অনুষ্ঠিত ঐতিহাসিক কাগমারী সম্মেলন বাংলাদেশের রাজনীতিতে মোড় ঘুরিয়ে দিয়েছিল। ১৯৭৬ সালের ১৬ মে ফারাক্কা বাঁধ নির্মাণের প্রতিবাদে ঐতিহাসিক লংমার্চে নেতৃত্ব দেন তিনি।

 

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *