মধুমতী নদীতে হবে ১৭ তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে গোপালগঞ্জ জেলার মধুমতী নদীতে ১৭ তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে চলতি মাসের শেষ সপ্তাহে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বনানীর নৌবাহিনী সদর দফতরে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের নব নিযুক্ত সভাপতি এবং নৌবাহিনীর প্রধান এডমিরাল এম শাহীন ইকবালের সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির সপ্তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া, ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহে বিজয় দিবস ওয়াটার পোলো প্রতিযোগিতা এবং ২০২১ সালের মার্চে ৩০তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে সভায়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *