মধুমেলার দোকান স্হাপনে মধুসূদন ইনস্টিটিউটের প্রাচীর ভাঙ্গা হলো

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপি মধুমেলা জেলা প্রশাসনের উদ্যোগে সাগরদাড়ি মধুমঞ্চ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। আগামী ২৫ শে জানুয়ারী হতে ৩১শে জানুয়ারী পযর্ন্ত এই মেলা চলবে। মাইকেল মধুসূদন ইনস্টিটিউ এর পুরো প্রাঙ্গণ জুড়ে বসবে এই মেলা। স্বাগত গেট থেকে শুরু করে কপোতাক্ষের পাড় পর্যন্ত বিস্তৃত থাকবে বিভিন্ন ধরনের দোকান ঘাট। দুপুর দুটো থেকে শুরু করে রাত বারোটা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনে সতেজ থাকবে এ প্রাঙ্গণ। কিন্তু কিছু স্বার্থান্বেষী ব্যক্তি তাদের নিজেদের স্বার্থের জন্য মাইকেল মধুসূদন ইন্সটিটিউটের শহীদ মিনারের পার্শ্বে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বাই সাইকেল স্ট্যান্ডের প্রাচীর ভেঙে ফেলেছে। সরেজমিনে গিয়ে দেখা যায় প্রতিষ্ঠানের প্রাচীর ভেঙ্গে ফেলা হয়েছে। এই প্রাচীর কে অথবা কারা ভেঙেছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। হয়ত রাতের আধারে সকলের অগোচরে হোটেল অথবা অন্য কোন দোকান বসানোর জন্য ভেঙ্গে ফেলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু শ্যামল কুমার চৌধুরীর নিকটে জানতে চাইলে তিনি জানান, “কে বা কারা ভেঙেছে আমি জানি না। উল্লেখ্য, বিষয়টি জ্ঞাত হওয়ার পর বিদ্যালয়ে এসে দেখি দেওয়ালটি ভাঙ্গা। কারা ভেঙ্গেছে সে বিষয়ে তদন্ত চলছে।” এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে যে তারও এ বিষয় সম্পর্কে একটুও ওয়াকিবহাল না। তবে তাদের দাবী হল যে বিদ্যালয় সুরক্ষায় তৈরি করা দেওয়াল ভাঙ্গার সহিত জড়িত দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তি দেয়া যেন স্থগিত না হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে এই নেক্কার জনক ঘটনার সাথে জড়িতদেরকে উপর্যুক্ত শাস্তি দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

 

মর্নিংনিউজ/আই/শাশি

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *