মাদারীপুরে করোনায় মৃতের লাশ দাফনে এগিয়ে এসেছে ‘আলোকিত ইদিলপুর’

মাদারীপুরে করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যাক্তির লাশের  দাফন কাফনে এগিয়ে এসেছেআলোকিত ইদিলপুরনামের  একটি স্বেচ্ছাসেবী সংগঠন করোনা ভাইরাসে  আক্রান্ত হয়ে এবং করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ব্যাক্তিদের  দাফনে কাজ করছে সংগঠনটি

স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত ইদিলপুর’ এর একজন সদস্য মুহাইমিন ইসলাম নাহিদ মর্নিং নিউজ বিডিকে বলেন, ‘শুরুতে মাদারীপুরের কাজীরটেক ফেরি ঘাট এলাকায় তাদের এই  কার্যক্রম পরিচালনার পরিকল্পনা থাকলেও এখন মাদারীপুর পৌরসভাসহ পুরো জেলায় তারা করতে ইচ্ছুক । করোনা আক্রান্ত বা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা লাশের  দাফন সম্পন্ন করছে তারা। কাফনের কাপড় থেকে শুরু করে যাবতীয় খরচ এই সংগঠনের পক্ষ থেকে করা হচ্ছে।’

করোনা ভাইরাসে  আক্রান্ত হয়ে এবং করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ব্যক্তির লাশ থেকে যখনই স্ত্রী, সন্তান, ভাই, আত্মীয়স্বজন থেকে শুরু করে পাড়াপড়শি সবাই দূরে সরে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে মৃত ব্যক্তির ধর্মীয় রীতি অনুসরণ করে দাফনের চিন্তা শুরু করে একদল আলোকিত ইদিলপুর এর স্বেচ্ছাসেবী সংগঠনের  সদস্যরা ।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *