মাস্ক পরিধান না করায় নড়াইলে ১১ জনের নামে মামলা

ভ্রাম্যমান আদালত

ভ্রাম্যমান আদালত

করোনাকালে মুখে মাস্ক পরিধান না করে রাস্তাঘাটে বের হয়ে সরকারি আইন অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন নড়াইলের লোহাগড়া উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার রোসলিনা পারভীন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) রাখী ব্যানার্জী যৌথভাবে লক্ষীপাশা ও লোহাগড়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সূত্র জানায়, এসময় আদালত মুখে মাস্ক পরিধান না করবার অভিযোগে ১১ জনের নামে মামলা দায়ের করেন এবং প্রত্যেককে একশ থেকে পাঁচশত টাকা পর্যন্ত জরিমানা করেন। মোট ৩হাজার ৬শত টাকা জরিমানা আদায় করেন আদালত। এছাড়াও আদালত রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল চালনাসহ মোটরসাইকেলে তিনজন চলাচল করে সরকারি আইন অমান্য করায়ও শাস্তি প্রদান করেন।

লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার রোসলিনা পারভীন বলেন, নো মাস্ক-নো সার্ভিস। করোনাকালে মুখে মাস্ক পরা বাধ্যতামূলক। তিনি আরও জানান, প্রায় প্রতিদিনই এ অভিযান চলবে। জরিমানার পরিমাণও বাড়তে পারে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *