মাহমুদউল্লাহ একাদশকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে নাজমুল একাদশ

বিসিবি প্রেসিডেন্টস কাপের চতুর্থ ম্যাচে আফিফের ব্যাটিং নৈপুণ্যে মাহমুদউল্লাহ একাদশকে ১৩১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে শান্ত একাদশ। নাজমুল একাদশের দ্বিতীয় জয়ের প্রথম জয়টি ও ছিলো মাহমুদউল্লাহ একাদশের বিপক্ষে। টানা দুই জয় নিয়ে শীর্ষে উঠেছে নাজমুল একাদশ। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচ খেলা মাহমুদউল্লাহ রিয়াদের দল হেরেছে দুটি ম্যাচে।

প্রথম ইনিংসে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৪ রান তুলতে সক্ষম হয় নাজমুল একাদশ। শুরুতে উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও চতুর্থ উইকেটে ১৪৭ রানের পার্টনারশিপ গড়ে দলের বিপর্যয় প্রতিহত করেন মুশফিকুর রহিম ও আফিফ হোসেন ধ্রুব।

এইদিকে ২৬৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যে ব্যাট করতে নেমে মাহমুদউল্লাহ একাদশ গুটিয়ে যায় ১৩৩ রানে। লিটন সোহান ছাড়া সবাই ছিলেন যাওয়া আসার মিছিলে ।

স্কোরকার্ড

টস : মাহমুদউল্লাহ একাদশ

নাজমুল একাদশ : ২৬৪/৮ (৫০ ওভার)

ইমন ১৯ (২১), সৌম্য ৮ (৪), শান্ত ৩ (১৪), মুশফিক ৫২ (৯২), আফিফ ৯৮, হৃদয় ২৭ (২৯), শুক্কুর ৪৮* (৩১), রিশাদ ১, তাসকিন ০, নাসুম ০*

এবাদত ১০-০-৬০-২, রুবেল ১০-২-৫৩-৩, সুমন ৯-০-৫২-১, রকিবুল ১০-০-৩২-০, মিরাজ ৯-০-৪৮-১, রিয়াদ ২-০-১৮-০

মাহমুদউল্লাহ একাদশ : ১৩৩/১০ (৩২.২ ওভার)

ইমরুল ৪ (১১), লিটন ২৭ (২৭), মুমিনুল ১৩ (৩২), মাহমুদুল ১৩ (২৮), রিয়াদ ১১ (১০), সোহান ২৭ (৩৫), সাব্বির ১০ (১৭), মিরাজ ১৬ (১৯), রকিবুল ০ (১), সুমন ২ (৭), রুবেল

তাসকিন ৬-৩-২৫-০, আল আমিন ৫-১-২০-১, নাসুম ৮.১-১-২৩-৩, রাহী ৭-২-৩৪-৩, রিশাদ ৬-২-২৬-২

ফল : নাজমুল একাদশ ১৩১ রানে জয়ী

পুরস্কার-
ম্যান অব দ্যা ম্যাচ : আফিফ হোসেন ধ্রুব
সেরা ব্যাটসম্যান : আফিফ হোসেন ধ্রুব
সেরা বোলার : রিশাদ হোসেন
সেরা ফিল্ডার : নাজমুল হোসেন শান্ত

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *