মেয়াদ বাড়লো বাংলাদেশিদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞার

বাংলাদেশসহ ১৬টি দেশকে ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ানো হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) নতুন নোটিশে দেশটির স্বাস্থ্য বিভাগ বিদ্যমান নিষেধাজ্ঞা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করেছে। স্থানীয় গণমাধ্যম দ্য লোকাল এ খবর জানায়।

এ তালিকায় বাংলাদেশের সঙ্গে আগের মতোই রয়েছে ১৬টি দেশের নাগরিক। অন্য দেশগুলো হলো ওমান, উত্তর মেসিডোনিয়া, আর্মেনিয়া, বাহরাইন, ব্রাজিল, বসনিয়া, চিলি, কুয়েত, মালডোভা, পানামা, পেরু, রিপাবলিক ডোমেনিকান, কসোভো, মন্টেনেগ্রো ও সার্বিয়া।

এর আগে কয়েক দফা দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। সর্বশেষ আগস্টে বলা হয়, বাংলাদেশসহ ১৬টি দেশের নাগরিকেরা সে দেশে ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রবেশাধিকার পাবেন না। এর আগে ইতালির দেওয়া নিষেধাজ্ঞা ১০ আগস্ট শেষ হওয়ার কথা ছিল।

মূলত করোনা পরীক্ষা সংক্রান্ত জটিলতার সূত্র ধরে এ নিষেধাজ্ঞায় পড়ে বাংলাদেশ।

উল্লেখ্য, ঢাকায় করোনার জাল সার্টিফিকেট বিক্রি ও জালিয়াতি চক্র ধরা পড়ার পর থেকে ইতালিতে বাংলাদেশিদের সরাসরি বা ট্রানজিট ফ্লাইটে প্রবেশ বারণ রয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *