যশোরের ডিভিশন ক্রিকেটের নতুন চমক রাইসুল রনি

যশোরের ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ আসর হল প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। এই লীগের খেলাগুলো অনুষ্ঠিত হয় শামসুল হুদা স্টেডিয়াম, যশোর। ইতোমধ্যেই শুরু হয়ে গেছে এই লীগের খেলা এবং দুইটি ম্যাচ সম্পন্ন হয়েছে সফল ভাবে। ১২টি দলের নিজেদের পছন্দমত সেরা ক্রিকেটারদের কে নিয়ে সাজানোর চেষ্টা করেছে প্রতিটা টিম ম্যানেজার এবং কোচ। প্রতিবেদনের আজকে থাকছে সময়ের অন্যতম ক্রিকেট ক্লাব “আসাদ ক্রিকেট একাডেমি”। ২০০১ সাল থেকে যশোর ক্রিকেট লিগে খেলে এই আসাদ ক্রিকেট একাডেমি। ২০১৬ সালে প্রথমবারের মতো শীর্ষ লিগে খেলেছে দলটি। সর্বশেষ আসরে দলটি সুপার ফোরে খেলেছে। গত আসরের মত এই খেলার ধারাবাহিকতা বজায় রাখতে চায় তারা কেননা তারা দলে ভিড়িয়েছে আরো নতুন নতুন কয়েকজন খেলোয়াড়। তারই ধারাবাহিকতা বজায় রেখে আবারও শিরোপা জয়ের লক্ষ্যে এই সেশনে প্রথমবার মাঠে নামবে আজ। তাছাড়া গত আসরের জাগরণী সংসদের হাসানুর রহমানকে দলে ভিড়িয়েছে আসাদ ক্রিকেট একাডেমি। গত আসরের সর্বোচ্চ রান সংগ্রকারী আজিম শেখ অয়নকে দেখা যাবে এবারের খেলায়। দলে আরো অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে থাকছে ঢাকা লিগের শামিম শরীফ এবং রেজওয়ান হোসেন। গত আসরে ফাইভ স্টার দলে খেলা কাজী মাহাদী হাসান আছে এবারের আসরে। দলের সর্বশেষ এবং অন্যতম সেরা সংস্করণ হল যশোরের ফাস্ট ডিভিশন খেলা উইকেট কিপার কাম ব্যাটসম্যান রাইসুল ইসলাম রনি। উল্লেখ্য, তিনি এবার এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে গোল্ডেন জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। অন্যদিকে দলের প্রধান কিপার বিবেচনা করা হচ্ছে অভিক ঘোষ বিল্টু কে। বরাবরের মত এবারেও দলকে শক্ত হাতে নেতৃত্ব দেবেন তানভীর রশিদ আরাফ। এই দলে ওপেনিং এ দেখা যেতে পারে অধিনায়ক আরাফ এবং রাইসুল রনি কে। টপ অর্ডার এ দেখা যাবে শামীম শরীফ, অয়ন এবং মাহাদীকে। মিডিল অর্ডারে অতীব ভরসার নাম রেজোওয়ান। অন্যদিকে শক্তিশালী বোলিং লাইন আপে রয়েছেন হাসানুর রহমান, সালাউদ্দিন রাজন, অর্ক বিশ্বাস এবং শেখ সাকিব হাসান। দলের কোচ এবং টিম ম্যানেজমেন্ট এর আশা রাখছেন তাদের সকল খেলোয়াড়ের উপর। এবং আরও আশাবাদ ব্যক্ত করছেন যে তারা লড়াইয়ে অনেক এগিয়ে আছেন। একনজরে টিম: আজিম শেখ অয়ন, তানভীর রশিদ আরাফ, কাজী মাহাদী হাসান, রাইসুল ইসলাম রনি, শেখ সাকিব আল হাসান, অর্ক বিশ্বাস, সালাউদ্দীন রাজন, অভিক ঘোষ, হাসানুর রহমান, হামিদুল হক হৃদয়, রেজওয়ান হোসেন, শামীম শরীফ, সজীব শেখ, ফয়সাল উদ্দীন, সুলতান মাহমুদ।

 

মর্নিং নিউজ/আই/শাশি

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *