যশোরে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ছবি এঁকে জমার শর্তে দুই আসামিকে প্রবেশনে মুক্তি

 

যশোরে এক বছরের সাজা দিয়ে বাড়িতে বসে মুক্তিযুদ্ধের রণাঙ্গণের দৃশ্য ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি আঁকিয়ে জমা দেয়ার শর্তে দুই আসামিকে প্রবেশনে মুক্তি দিয়েছে আদালত। একইসাথে প্রবেশন কর্মকতাকে ঐ ছবি যশোরের বিভিন্ন প্রদর্শনীতে প্রদর্শনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। বুধবার বিকালে অতিরিক্ত দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন রমজানুল ইসলাম সিয়াম বেনাপোল পোর্ট থানা এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে ও অভয়নগর উপজেলার পোড়াখালী গ্রামের মৃত আক্কাস গাজী শেখের ছেলে শাহিন আলম। এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপক্ষের এপিপি জ্যোৎস্না সাহা পুতুল ও শ্যামল কুমার মজুমদার। তারা জানিয়েছেন, দুজনেই দোষ স্বীকার করায় আদালত তাদের প্রবেশন কর্মকর্তার তত্ত্বাবধানে বাড়িতে থেকেই সাজাভোগ করার সুবিধা প্রদান করেছেন। আদালত সূত্র জানায়, ২০১৫সালের ৪জানুয়ারি রাত ১০টা ২০মিনিটে যশোর সদর পুলিশ ফাঁড়ি সদস্যরা তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ৩০বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মামলা চলাকালে আসামিরা দোষ স্বীকার করে নিজেদের সংশোধনের সুযোগ প্রার্থনা করেন। একইসাথে এধরনের কাজ থেকে বিরত থাকতে প্রতিজ্ঞা করেন। তার প্রেক্ষিতে বুধবার (১৫ মার্চ) আদালত দুজনকেই একবছর করে সাজা প্রদান করে ১০শর্তে প্রবেশনে মুক্তি দেন।

উল্লেখযোগ্য শর্তগুলোর মধ্যে শাহিনের নিজের বাড়ি ও সরকারি রাস্তার পাশে গাছ লাগাতে হবে। লিগ্যাল এইড সম্পর্কে সচেতন করতে হবে। এছাড়া সিয়ামের শর্তের মধ্যে রয়েছে তিনি বাড়িতে মুক্তিযুদ্ধের রণাঙ্গণের দৃশ্য ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি আঁকাবেন যা প্রবেশন কর্মকর্তার কাছে জমা দিবেন। পরে ঐ ছবি যশোর জেলায় বিভিন্ন মুক্তিযুদ্ধভিত্তিক প্রদর্শনীতে উপস্থাপনের ব্যবস্থা করবেন প্রবেশন কর্মকর্তা। এছাড়া বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা ও আমার দেখা নয়াচীন এই তিনটি বই পড়বেন।

 

মর্নিংনিউজ/আই/বিআই

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *